Entertainment

সংবর্ধিত হলেন আনিসুজ্জামান

সংবর্ধিত হলেন আনিসুজ্জামান

| | 11 Apr 2014, 03:25 am
ঢাকা, এপ্রিল ১১-সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমারিটাস প্রফেসর, প্রথিতযশা গবেষক এবং লেখক আনিসুজ্জামান সম্প্রতি ভারত সরকারের থেকে পদ্মভূষণ খেতাব পেয়েছেন। তিনিই প্রথম বাংলাদেশি, যিনি ভারতের তৃতীয় সর্বোচ্চ সম্মান লাভ করলেন।

 এই উপলক্ষ্যে গত ৮ই এপ্রিল আবদুল করিম সাহিত্য বিশারদ প্রেক্ষাগৃহে আনিসুজ্জামানের সংবর্ধনার আয়োজন করেছিল বাংলা অ্যাকাডেমি । সেখানে বাংলা ভাষা ও সাহিত্যের এই দিকপালকে উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মান জ্ঞাপন করেন অর্থমন্ত্রী এ এম এ মুহিত। তাঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকি, শিল্পী কায়ুম চৌধুরি, আনিসুজ্জামানের পত্নী সিদ্দিকা জামান, ঐতিহাসিক এবং জাতীয় অধ্যাপক সালাহুদ্দিন আহমেদ, নজরুল বিশারদ ডঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পী মুস্তাফা মানোয়ার, ডঃ অজয় রায়, বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্নর ডঃ মহম্মদ ফরহাসুদ্দিন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরি, অধ্যাপক আনোয়ার হোসেন, প্রাবন্ধিক ডঃ হায়াত মাহমুদ, কবি আসাদ চৌধুরি, মাহবুব তালুকদার, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, লেখক সেলিনা হোসেন এবং অন্যান্যরা। জাতির বিবেক জাগ্রত রাখতে সাহসী প্রহরীর যে ভূমিকা পালন করে চলেছেন আনিসুজ্জামান, তাই ছিল এই আলোচনার কেন্দ্রবিন্দু।

 
আনিসুজ্জামান, যিনি নিজে বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান, তাঁর বক্তব্যে বলেন, "আমি সত্যিই আনন্দিত। এই পুরস্কার আমার কাছে এক মস্ত বড় সম্মান। কিন্তু যা আমাকে আরও আনন্দিত করছে তা  এই যে, আমার বন্ধু এবং সাথিরা সেই আনন্দকে ভাগ করে নিচ্ছেন। "
 
এই উপলক্ষ্যে একটি সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন ফরিদা পারভিন, রেজওয়ানা চৌধুরি বন্যা, সাদিয়া আফরিন মল্লিক, সাদি মহম্মদ, লিলি ইসলাম, অদিতি মহসিন এবং সুজিত মোস্তাফার মত যশস্বী শিল্পীরা।