Entertainment

বেফিকরে জাদু ভারতের ছবির বাজারে

বেফিকরে জাদু ভারতের ছবির বাজারে

| | 13 Dec 2016, 07:21 am
মুম্বাই, ডিসেম্বর ১৩ঃ ভারতের ছবির বাজার কাঁপিয়ে চলেছে অভিনেতা রনভির সিংহ এর নতুন ছবি বেফিকরে।
সোমবার পর্যন্ত এই ছবি ভারতের বাজারে ৩৯.৬৩ কোটি ভারতীয় রুপি কামিয়ে ফেলেছে।

আজকে এই তথ্য দিয়েছেন চিত্র সমালোচক তরণ আদর্শ।

নিজের টুইটার পেজে এই বিষয় লেখেন উনি।

এই ছবিতে অভিনয় করেন রনভির ও ভানি কপূর।

 

এই ছবির নিরমান করেছেন আদিত্য চোপড়া।