Entertainment

যোগ দিবসে ইনস্টাগ্রামে নিজের যোগব্যায়ামের ছবি শেয়ার করলেন সারা আলি খান যোগ দিবস
Sara Ali Khan Instagram page সারা আলি খান

যোগ দিবসে ইনস্টাগ্রামে নিজের যোগব্যায়ামের ছবি শেয়ার করলেন সারা আলি খান

Bangladesh Live News | @banglalivenews | 21 Jun 2021, 02:29 pm

মুম্বাই, জুন ২১: অভিনেত্রী সারা আলি খান ইনস্টাগ্রামে তার ছবি পোস্ট করে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করেছেন যেখানে তাকে প্রকৃতির মধ্যে যোগব্যায়াম করতে দেখা যাচ্ছে।

তিনি ছবিটির শিরোনাম দিয়েছেন: "যোগ হল আত্মার মাধ্যমে আত্ম। শুভ আন্তর্জাতিক যোগ দিবস।"

ছবিতে সারাকে একটি মুদ্রিত ট্যাঙ্ক টপ এবং একজোড়া শর্টস খেলতে দেখা যায়।

সারাকে শেষবার কুলি নং ১ সিনেমায় দেখা গিয়েছিল।

২০১৮ সালে কেদারনাথ ছবির সাহায্যে বলিউডে পা রাখা তাঁর।

সিনেমাটিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত ছিলেন।