Finance

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ মেগা প্রকল্প ২০২১-২২ অর্থবছরের এডিপি
ইউটিউব থেকে স্ক্রিনগ্র্যাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ মেগা প্রকল্প

Bangladesh Live News | @banglalivenews | 04 Jun 2021, 11:50 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ জুন ২০২১: ২০২১-২২ অর্থবছরের এডিপিতে সর্বোচ্চ বরাদ্দ পাওয়ার শীর্ষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প।

এ প্রকল্পের জন্য আগামী অর্থবছর বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১৮ হাজার ৪২৬ কোটি ১৬ লাখ টাকা।

প্রায় ৬ হাজার ১৬২ কোটি টাকা বরাদ্দ পাওয়া মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রকল্প রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে।

তৃতীয় অবস্থানে রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্প। এ প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৫ হাজার ৫৩ কোটি ৯৮ লাখ টাকা।

চতুর্থ অবস্থানে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে (লাইন-৬) বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ৮২৩ কোটি ৫১ লাখ টাকা, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পে প্রায় ৩ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারের স্বপ্নের পদ্মা বহুমুখী সেতু নির্মাণ (দ্বিতীয় সংশোধন) প্রকল্প পেয়েছে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ২২৭ কোটি ২০ লাখ টাকা, এক্সপানশন অ্যান্ড স্ট্রেংদেনিং অব পাওয়ার সিস্টেম নেটওয়ার্ক আন্ডার ডিপিডিসি এরিয়া প্রকল্পে বরাদ্দ প্রায় ৩ হাজার ৫১ কোটি ১১ লাখ টাকা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ (প্রথম পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় ২ হাজার ৮২৭ কোটি ৫২ লাখ টাকা।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশের প্রতি ভারতীয় ঋণের প্রেক্ষাপট Sat, Mar 02 2024

বিদ্যুতের দাম খুচরায় সাড়ে ৮, পাইকারিতে ৫ শতাংশ বাড়ল Fri, Mar 01 2024

অফশোর ব্যাংকিং আইনের অনুমোদন Thu, Feb 29 2024

জ্বালানি সংকট নিরসনে গভীর সমুদ্র থেকে গ্যাস উত্তোলন করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী Wed, Feb 28 2024

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো Wed, Feb 28 2024

নেপালের কাছ থেকে বিদ্যুৎ কেনার পথে বাংলাদেশ Mon, Feb 26 2024

রোহিঙ্গাদের জন্য ৭ হাজার কোটি টাকা অনুদান ঘোষণা বিশ্বব্যাংক এমডির Mon, Feb 26 2024

রোজার আগেই বাজারে ঢুকবে ভারতীয় পেঁয়াজ Sun, Feb 25 2024

এক বছরে সন্দেহজনক লেনদেন এবং কার্যকলাপ ৬৫% বেড়েছে : বিএফআইইউ Tue, Feb 20 2024

জানুয়ারিতে বেড়েছে মূল্যস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি কমেছে Mon, Feb 19 2024