Finance

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস পেঁয়াজ আমদানি
Unsplash প্রতীকী ছবি

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস

Bangladesh Live News | | 02 Apr 2024, 08:37 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ এপ্রিল ২০২৪: ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ সিরাজগঞ্জের রেল ইয়ার্ডে খালাস হয়েছে। ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) আমদানি করা পেঁয়াজের প্রথম চালান এটি।

সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এ চালানটি শহরে এসে পৌঁছায়। এরপর সকাল ৯টার দিকে খালাস কার্যক্রম শুরু হয়। পরে ট্রাকে করে পেঁয়াজগুলো টিসিবির ডিলারদের মাধ্যমে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে চলে যায়।

বগুড়া অঞ্চলের ট্রেডিং করপোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার জানান, সকাল ৬টায় দিকে পেঁয়াজবোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখনও খালাস কার্যক্রম চলছে। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ এখান থেকে প্রথমে ১০০ মেট্রিকটন পেঁয়াজ ঢাকার ডিলারদের দেওয়া হচ্ছে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।

সিরাজগঞ্জের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন জাগো নিউজকে বলেন, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালভাবেই এসে পৌঁছেছে। এরপর খালাস কার্যক্রম শুরু হয়।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024