Finance

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা ইলিশ ক্রয়-বিক্রয়
সংগৃহিত প্রতীকী ছবি

মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা

Bangladesh Live News | @banglalivenews | 11 Oct 2023, 11:40 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১১ অক্টোবর ২০২৩: বুবার মধ্যরাত থেকে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ থাকবে। এসময় ইলিশ বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে। ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের খাদ্য সহায়তা দেবে ভিজিএফ।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় নির্ধারণ করা হয়েছে। এই ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী কমপক্ষে এক থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর- এই দুই মাস ইলিশের প্রধান প্রজননকাল। অধিকাংশ ইলিশ এসময় ডিম ছাড়ার জন্য সাগর থেকে নদীতে প্রবেশ করে। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গবেষকদের সুপারিশের ভিত্তিতে মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক পর্যন্ত ইলিশের প্রজনন নির্বিঘ্ন করার লক্ষ্যে ২২ দিন বাংলাদেশের সব নদ-নদী, সাগর, মোহনায় ইলিশ আহরণ নিষিদ্ধ করে আইন করা হয়েছে।

এই আইন বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদনে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল বলে জানান তিনি। এর আগে গত বছর ৭-২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ বন্ধ ছিল।

বাংলাদেশে ২০০৩-২০০৪ সাল থেকেই জাটকা রক্ষার কর্মসূচি শুরু হয়। তখন থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে ১১ দিন মা-ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল দেখতে শুরু করেন বিজ্ঞানীরা। তখন তারা গবেষণায় দেখতে পান, শুধু পূর্ণিমায় নয়, এ সময়ের অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024