Finance

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে বাংলাদেশ
পিক্সাবে

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বেড়েছে

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 05 Mar 2023, 06:33 pm

ঢাকা, ৫ মার্চ ২০২৩ : আসন্ন রমজান মাস সামনে রেখে বেশি করে ভোগ্যপণ্য আমদানি শুরু করেছেন দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানিকারকরা।

তবে এখনো কাটেনি ঋণপত্র খোলার জটিলতা। আমদানিকারকদের অভিযোগ, পণ্য মূল্যের চেয়ে অতিরিক্ত ১০ থেকে ১৫ শতাংশ বেশি টাকা দিয়ে ঋণপত্র খুলতে হচ্ছে।

বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, ভারত থেকে এরইমধ্যে ছোলা, ডাল, পেঁয়াজ, রসুন, আদাসহ রমজানে চাহিদা বাড়ে এমন পণ্য আমদানি বেড়েছে।

গত কয়েক মাস আগে এসব পণ্য দু-এক ট্রাক আমদানি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে কয়েক ট্রাকে। হিলি বাজারে প্রতি কেজি থাইল্যান্ডের ছোলা ৯০ টাকা ও অস্ট্রেলিয়ার ছোলা ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ভারতীয় ছোলার দাম একটু কমে ৭৮ টাকায় বিক্রি হচ্ছে।

হিলি বন্দরের ব্যবসায়ী আজমল হোসেন বলেন, চাহিদার বিপরীতে পর্যাপ্ত ঋণপত্র খোলা হচ্ছে। আমদানি স্বাভাবিক থাকলে আসন্ন রমজানে তেমন নিত্যপণ্যের সংকট হবে না। খোলাবাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকবে। তাই দাম বাড়ার তেমন শঙ্কাও নেই। বর্তমানে ছোলা বিক্রি হচ্ছে ৭৭ থেকে ৭৮ টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে ১২৫ টাকা কেজি দরে।

ব্যবসায়ী মাহাবুব হোসেন বলেন, ব্যাংকগুলোতে এখনো কমেনি ঋণপত্র খোলার জটিলতা। ঋণপত্রের বিপরীতে ব্যাংকগুলোর কোনো মার্জিন পাওয়া যাচ্ছে না। পণ্যমূল্যের চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ঋণপত্র খুলতে হচ্ছে। ১০০ টাকার পণ্য আমদানিতে ঋণপত্র খুলতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়।

হিলি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক আরশাদ হোসেন বলেন, এখনো সব ব্যাংক এলসি দিতে পারছে না এবং ডলার সংকট থাকার কারণে শতভাগ মার্জিন দিয়ে এলসি করতে হবে। হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর হারুন বলেন, পর্যাপ্ত পরিমাণে ছোলা, ডাল এবং ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে রমজানে দাম বাড়ার আশংকা নেই।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024