Finance

ভারত থেকে আসছে ৪ কোটি ডিম ডিম আমদানি
সংগৃহিত আমদানি করা ডিম

ভারত থেকে আসছে ৪ কোটি ডিম

Bangladesh Live News | @banglalivenews | 18 Sep 2023, 11:34 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৩: বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আসছে ৪ কোটি ডিম। চার প্রতিষ্ঠানকে আমদানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (১৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো- মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড। প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে মোট ৪ কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার।

সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। একইসঙ্গে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানির অনুমতি দেওয়া কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এ ঘোষণাকে কেন্দ্র করে চারটি প্রতিষ্ঠান ডিম আমদানির অনুমোদনের জন্য আবেদন করে।

মন্ত্রীর ঘোষণার পর প্রতিক্রয়ায় ব্যবসায়ী ও পোল্ট্রি খাত সংশ্লিষ্টরা বলেন, ডিমের দাম নির্ধারণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তবে এ দামে বিক্রি করতে হলে খামারিদের উৎপাদন খরচ, পাইকারি, আড়তদার এবং খুচরা ব্যবসায়ীরা কে কত লাভে বিক্রি করবে তা নির্ধারণ করা উচিত ছিল।

ডিমের দাম নির্ধারণকে স্বাগত জানালেও আমদানির সিদ্ধান্তের বিরোধিতা করেন এ খাতের ব্যবসায়ীরা। তারা বলেন, ডিম আমদানি করলে এ শিল্প ধ্বংস হয়ে যাবে। পরে আরও বেশি দামে ডিম খেতে হবে।

সর্বশেষ শিরোনাম

পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী Thu, Dec 07 2023

সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর Thu, Dec 07 2023

ভোটের আগে কমলো মূল্যস্ফীতি Tue, Dec 05 2023

নভেম্বরে রেমিট্যান্স এলো ২১ হাজার ১৮১ কোটি টাকা Mon, Dec 04 2023

রিজার্ভের হিসাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবাদ Thu, Nov 30 2023

পাঁচ প্রকল্পে বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি Wed, Nov 29 2023

ব্যবহারযোগ্য রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের কম Tue, Nov 28 2023

নভেম্বরে আশা জাগাচ্ছে রেমিট্যান্স Tue, Nov 21 2023

বাংলাদেশে বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Nov 20 2023

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২৫০০ টাকার খসড়া গেজেট প্রকাশ Mon, Nov 13 2023