Finance

২৪ অর্থবছরের বাজেট: পরিবহন খাতে বরাদ্দ ৮৭ হাজার ৬২৯ কোটি বাজেট | পরিবহন
Unsplash প্রতীকী ছবি

২৪ অর্থবছরের বাজেট: পরিবহন খাতে বরাদ্দ ৮৭ হাজার ৬২৯ কোটি

Bangladesh Live News | @banglalivenews | 01 Jun 2023, 09:11 pm

ঢাকা, ১ জুন ২০২৩: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৭ হাজার ৬২৯ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে নতুন বাজেটে এ খাতে বরাদ্দ ৬ হাজার ১১০ কোটি টাকা বেশি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাঠ করেন।

বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, '২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সারাদেশে পরিবহন অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা সফলভাবে ২২,৪৭৬ কিলোমিটার মহাসড়কের একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছি, যা পণ্য ও যাত্রী উভয়ের নিরবচ্ছিন্ন পরিবহনকে সহজতর করে। তাছাড়া আমরা ৭১৮ কিলোমিটার জাতীয় মহাসড়কের চার বা ততোধিক লেনের জন্য উন্নীতকরণএবং বিভিন্ন মহাসড়কে ১,৫৫৮টি সেতু ও ৭,৪৯৮টি কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণের কাজ হাতে নিয়েছি।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে দেশের আটটি বিভাগের ২৫টি জেলায় মোট ১০০টি সেতু উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরী ও এর আশেপাশের এলাকায় বর্তমানে ছয়টি লাইনের একটি বিস্তৃত মেট্রোরেল নেটওয়ার্ক নির্মাণাধীন রয়েছে।

সর্বশেষ শিরোনাম

১২ কেজি এলপিজির দাম বাড়লো ৭৯ টাকা Mon, Oct 02 2023

৪১ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে Mon, Oct 02 2023

বাংলাদেশে হালাল মাংস রপ্তানি করতে চায় মেক্সিকো Fri, Sep 29 2023

ভিসানীতির প্রভাব পোশাক রপ্তানিতে পড়বে না: বিজিএমইএ Wed, Sep 27 2023

রেমিট্যান্স বাড়াতে কাঠামোগত সংস্কারের পথ খুঁজছি: অর্থমন্ত্রী Mon, Sep 25 2023

কুমিল্লায় সাড়ে ৬ হাজার কেজি আলু জব্দ করে ৩৫ টাকা দরে বিক্রি Sat, Sep 23 2023

নতুন মডেলে বাংলাদেশর অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ Fri, Sep 22 2023

বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন দাবি প্রধানমন্ত্রীর Thu, Sep 21 2023

ডলার নিয়ে কারসাজি রোধে হুঁশিয়ারি গভর্নরের Thu, Sep 21 2023

এলসি খোলার আগে পণ্যের মূল্য যাচাইয়ে কড়াকড়ি Tue, Sep 19 2023