Finance

২৪ অর্থবছরের বাজেট: পরিবহন খাতে বরাদ্দ ৮৭ হাজার ৬২৯ কোটি বাজেট | পরিবহন
Unsplash প্রতীকী ছবি

২৪ অর্থবছরের বাজেট: পরিবহন খাতে বরাদ্দ ৮৭ হাজার ৬২৯ কোটি

Bangladesh Live News | @banglalivenews | 01 Jun 2023, 09:11 pm

ঢাকা, ১ জুন ২০২৩: ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮৭ হাজার ৬২৯ কোটি টাকা।

২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে নতুন বাজেটে এ খাতে বরাদ্দ ৬ হাজার ১১০ কোটি টাকা বেশি।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পাঠ করেন।

বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, '২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা সারাদেশে পরিবহন অবকাঠামো উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি। আমরা সফলভাবে ২২,৪৭৬ কিলোমিটার মহাসড়কের একটি সুসংগঠিত নেটওয়ার্ক তৈরি করেছি, যা পণ্য ও যাত্রী উভয়ের নিরবচ্ছিন্ন পরিবহনকে সহজতর করে। তাছাড়া আমরা ৭১৮ কিলোমিটার জাতীয় মহাসড়কের চার বা ততোধিক লেনের জন্য উন্নীতকরণএবং বিভিন্ন মহাসড়কে ১,৫৫৮টি সেতু ও ৭,৪৯৮টি কালভার্ট নির্মাণ বা পুনর্নির্মাণের কাজ হাতে নিয়েছি।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের আমলে দেশের আটটি বিভাগের ২৫টি জেলায় মোট ১০০টি সেতু উদ্বোধন করা হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরী ও এর আশেপাশের এলাকায় বর্তমানে ছয়টি লাইনের একটি বিস্তৃত মেট্রোরেল নেটওয়ার্ক নির্মাণাধীন রয়েছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024