Finance

সাধারণ মানুষের কথা মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে: কাদের
ঢাকা, ১ জুন ২০২৩: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাধারণ মানুষের কথা মাথায় রেখেই ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সিন্ডিকেট ভাঙতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বলেন, 'বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। বিভিন্ন এলাকায় এখন পণ্যের দাম কমতে শুরু করেছে। বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে জনগণের ভোগান্তি লাঘব হয়। পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।