Finance

কুড়িয়ে পাওয়া পোশাক নিয়ে ছিন্নমূলরা এখন ‘ব্যবসায়ী’ বাংলাদেশ
পিক্সাবে

কুড়িয়ে পাওয়া পোশাক নিয়ে ছিন্নমূলরা এখন ‘ব্যবসায়ী’

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 09 Apr 2023, 08:47 pm

ঢাকা, ৯ এপ্রিল ২০২৩ : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ওই এলাকার কয়েকটি মার্কেট।

অগ্নিকাণ্ডের পর চারদিন পার হলেও এখনো ধোঁয়া উড়ছে কোথাও কোথাও। ভয়াবহ এ আগুনে বঙ্গবাজার এলাকার চারটি মার্কেট পুড়ে গেছে। তবে এনেক্সকো টাওয়ার পুরোপুরি পুড়ে না গেলেও অধিকাংশ দোকানের মালামাল পুড়ে যায়। ওইসব দোকান থেকে কিছু মালামাল বের করা গেলেও বেশিরভাগই পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর মার্কেটের ধ্বংসস্তূপ থেকে পুড়ে যাওয়া বা অক্ষত থাকা পোশাক কুড়িয়ে নেন অনেকেই। সেসব পোশাক রোদে শুকিয়ে বিক্রি করতে দেখা গেছে কাউকে কাউকে।

শনিবার মহানগর শপিং কমপ্লেক্সের সামনে ছোট টং দোকানে এসব পোশাক বিক্রি করতে দেখা যায় অনেককেই। এছাড়াও গুলিস্তান ফ্লাইওভারের নিচে কয়েকটা স্থানেও কেউ কেউ বিক্রি করছেন এসব পোশাক।

রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ী জাগো নিউজকে বলেন, বঙ্গবাজারে আগুন লাগার পর খুব বেশি কাপড় বের করে আনতে পারেননি ব্যবসায়ীরা। ওই সময় যারা অন্যের দোকানের পোশাক টোকানোয় ব্যস্ত ছিলেন তারা এখন দোকান নিয়ে বসেছেন। প্রকৃত ব্যবসায়ীরাতো এখনো শোক কাটিয়ে উঠতে পারেননি।
টং দোকানে কিছু টি-শার্ট নিয়ে বসেছেন ইয়াসিন। জাগো নিউজকে ইয়াসিন বলেন, অনেক ব্যবসায়ীর মালামাল বের করে আনতে সহযোগিতা করায় তারা কিছু পোশাক দিয়েছেন। সেগুলো বিক্রি করছি।

ওসমানী উদ্যানে বেশ কিছু পোশাক শুকাতে দিয়েছেন রোকেয়া। জাগো নিউজকে তিনি বলেন, আগুন লাগার পর আমরা মার্কেটে গিয়ে কিছু মালামাল পেয়েছি। তবে সেগুলোর বেশিরভাগই পোড়া। এর মধ্যে থেকে যেগুলো কিছুটা ভালো ছিল সেগুলো শুকাতে দিয়েছি। শুকিয়ে গেলে বিক্রি করবো।

গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪৮টি ইউনিট কাজ করেছে। ভয়াবহ এ আগুন ছড়িয়ে পড়ে এনেক্সকো টাওয়ার ও মহানগর মার্কেটে। এখনও সেখান থেকে ধোঁয়া উড়ছে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024