Finance

কন্টেইনার ডিপোর হ্যান্ডলিং চার্জ কমলো ৫ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং
ফাইল ছবি কন্টেইনার ডিপো

কন্টেইনার ডিপোর হ্যান্ডলিং চার্জ কমলো ৫ শতাংশ

Bangladesh Live News | @banglalivenews | 31 Aug 2022, 02:14 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩১ আগস্ট ২০২২: দেশের ১৯টি বেসরকারি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) কন্টেইনার হ্যান্ডলিং চার্জ কমিয়েছে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশন (বিকডা)।

বর্ধিত চার্জ ৩ দশমিক ৫ শতাংশ থেকে ৫ শতাংশ কমানো হয়েছে। এর আগে ডিজেলের দাম বাড়ানোর পর গত ৬ আগস্ট থেকে আমদানি কন্টেইনার হ্যান্ডলিংয়ে ৩৫ শতাংশ চার্জ বাড়ানো হয়েছিল। এখন কমিয়ে তা ৩০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। যা ৩০ আগস্ট থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বিকডা।

বিকডার সার্কুলার অনুযায়ী, ২০ ফুট কন্টেইনারের জন্য আমদানি কন্টেইনার হ্যান্ডলিং প্যাকেজ যা ৬ আগস্টের আগে ৯ হাজার ৭৫৪ টাকা ছিল। গত ৬ আগস্ট থেকে তা বাড়িয়ে ১৩ হাজার ৮০ টাকায় উন্নীত করা হযয়েছিল। এখন তা ১২ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ৪০ ফুট কন্টেইনারের জন্য প্যাকেজ চার্জ পূর্বের ১১ হাজার ২৫৫ টাকা থেকে বাড়িয়ে গত ৬ আগস্ট থেকে ১৫ হাজার ১০৭ টাকা করা হয়েছিল। নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে তা ১৪ হাজার ৫৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিকডা সূত্রে জানা যায়, সরকার সোমবার (২৯ আগস্ট) ডিজেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা কমানোর ঘোষণা দেয়। এর পরের দিন মঙ্গলবার বিকডার সদস্যরা একটি ভার্চুয়াল বৈঠকে তাদের চার্জ কমানোর সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, খালি কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে জন্য শুল্ক আগের ২৪ শতাংশ বৃদ্ধির বিপরীতে নতুন ঘোষণা অনুযায়ী ২০ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করা হবে। আবার রপ্তানি কন্টেইনার হ্যান্ডলিংয়ে ২৫ শতাংশ বাড়ানোর আগের সিদ্ধান্তের বিপরীতে ৩০ আগস্ট থেকে ২১ দশমিক ৫ শতাংশ বাড়ানো হবে।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024