Finance

আসছে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট উন্নয়ন বাজেট
ফাইল ছবি

আসছে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট

Bangladesh Live News | @banglalivenews | 01 Jun 2023, 11:48 am

ঢাকা, ১ জুন ২০২৩ : আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট ধরা হয়েছে দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। উন্নয়ন বাজেটে যোগাযোগ ব্যবস্থা ও গ্রামীণ অবকাঠামোসহ সামাজিক নিরাপত্তা খাত অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (৩১ মে) রাজধানীর শেরে বাংলানগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রী বলেন, বাজেটে সামাজিক নিরাপাত্তাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। ইউনিভার্সেল পে স্কেলে গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি লাগাম টেনে ধরা হবে মূল্যস্ফীতির। মন্ত্রী বলেন, এডিপি বাস্তবায়ন যেন দ্রুত হয় সেই বিষয়ে কাজ করছি। কারণ এটা বাজেটের একটা বড় অংশ। তবে এডিপি বাস্তবায়নে কিছু দুর্বলতা আছে এটা স্বীকার করা ভালো। অনেক প্রকল্প পরিচালক (পিডি) ঢাকায় থাকেন অথচ প্রকল্প পঞ্চগড়ে, এই বিষয়ে আমরা কাজ করছি। পিডিরা নিজের জায়গায় থাকবেন। প্রকল্প পঞ্চগড়ে থাকলে পিডি ঢাকায় থেকে কীভাবে সেটা দেখাশোনা করবেন! প্রধানমন্ত্রী বার বার বলছেন, কিন্তু কিছুই হচ্ছে না।

আসন্ন বাজেটে কোন প্রকল্প অগ্রাধিকার পাবে- এমন প্রশ্নে এম এ মান্নান বলেন, সব প্রকল্প আদরের, স্নেহের প্রকল্প। তবে গ্রামীণ সড়ক, গ্রামীণ সেতু ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বেশি নজর দেওয়া হবে। কৃষিখাত ও কৃষি যান্ত্রিকীকরণে আরও অগ্রাধিকার দেওয়া হবে। মানুষ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চায়। তাই আমরা সড়ক, রেল ও নৌপথের উন্নয়ন করবো।

২০২৩-২৪ অর্থবছরে এডিপিতে পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। এ খাতে বরাদ্দ ৭৫ হাজার ৯৪৪ কোটি ৬২ লাখ টাকা। অন্য খাতের প্রস্তাবিত বরাদ্দের মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানিতে ৪৪ হাজার ৩৯৩ কোটি টাকা। এছাড়া শিক্ষায় বরাদ্দ ধরা হয়েছে ২৯ হাজার ৮৮৯ কোটি ১২ লাখ টাকা। গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলীতে ২৭ হাজার ৪৫ কোটি ৬৫ লাখ টাকা। স্থানীয় সরকার ও পল্লি উন্নয়নে ১৮ হাজার ৮৮০ কোটি টাকা। স্বাস্থ্যে ১৬ হাজার ২০৪ কোটি টাকা এবং কৃষিতে ১০ হাজার ৭০৭ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্প থাকছে এক হাজার ২১৮টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প এক হাজার ১১৮টি, কারিগরি সহায়তা প্রকল্প ৭৮টি এবং সম্ভাব্যতা সমীক্ষা যাচাই প্রকল্প রয়েছে ২২টি।

আসন্ন জাতীয় বাজেটে বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বড় উন্নয়ন প্রকল্পে। এমন ১৪টি মেগা প্রকল্প ও কর্মসূচির জন্য ২০২৩-২৪ অর্থবছরের বরাদ্দ দেওয়া হচ্ছে ৬৫ হাজার ৭৬০ কোটি টাকা।

সর্বশেষ শিরোনাম

১২ কেজি এলপিজির দাম বাড়লো ৭৯ টাকা Mon, Oct 02 2023

৪১ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বরে Mon, Oct 02 2023

বাংলাদেশে হালাল মাংস রপ্তানি করতে চায় মেক্সিকো Fri, Sep 29 2023

ভিসানীতির প্রভাব পোশাক রপ্তানিতে পড়বে না: বিজিএমইএ Wed, Sep 27 2023

রেমিট্যান্স বাড়াতে কাঠামোগত সংস্কারের পথ খুঁজছি: অর্থমন্ত্রী Mon, Sep 25 2023

কুমিল্লায় সাড়ে ৬ হাজার কেজি আলু জব্দ করে ৩৫ টাকা দরে বিক্রি Sat, Sep 23 2023

নতুন মডেলে বাংলাদেশর অর্থনৈতিক সংকট নিরসন চায় আইএমএফ Fri, Sep 22 2023

বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে উঠতে আর্থিক ব্যবস্থার পুনর্গঠন দাবি প্রধানমন্ত্রীর Thu, Sep 21 2023

ডলার নিয়ে কারসাজি রোধে হুঁশিয়ারি গভর্নরের Thu, Sep 21 2023

এলসি খোলার আগে পণ্যের মূল্য যাচাইয়ে কড়াকড়ি Tue, Sep 19 2023