Finance

টানা পাঁচ মাস নিম্নমুখী প্রবাসী আয় রেমিট্যান্স
Unsplash প্রতীকী ছবি

টানা পাঁচ মাস নিম্নমুখী প্রবাসী আয়

Bangladesh Live News | @banglalivenews | 02 Nov 2021, 11:05 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২ নভেম্বর ২০২১: সদ্য সমাপ্ত অক্টোবর মাসেও প্রবাসী আয় কমেছে। অক্টোবরে ১৬৪ কোটি ৬৮ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। টাকায় যার পরিমাণ ১৩ হাজার ৯৯৭ কোটি ৮০ লাখ টাকার (৮৫ টাকা ধরে) বেশি। সেপ্টেম্বরে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৭২ কোটি ৬৭ লাখ ডলার বা ১৪ হাজার ৬৭৬ কোটি ৯৫ লাখ টাকা। সে হিসেবে সেপ্টেম্বরের তুলনায় গত মাসে প্রবাসী আয় কমেছে ৬৭৯ কোটি ১৫ লাখ টাকা। এনিয়ে টানা পাঁচ মাস প্রবাসী আয় নিম্নমুখী ধারায় রয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় কমে আগস্টের তুলনায় ৯ কোটি ডলার।

গত আগস্ট মাসে প্রবাসী আয় ছিল ১৮১ কোটি ডলার, যা জুলাই মাসের চেয়ে ৬ কোটি ডলার কম। জুলাই মাসে ১৮৭ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা জুনের তুলনায় ৬ কোটি ৯৩ লাখ ডলার কম। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৯৪ কোটি ডলার, যা মে মাসের তুলনায় ২৩ কোটি ডলার কম।

এদিকে বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, বিগত ১৬ মাসের মধ্যে অক্টোবরেই সর্বনিম্ন রেমিট্যান্স এলো দেশে। অক্টোবর মাসে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে।

ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ কোটি ৯৫ লাখ ডলার, দ্বিতীয় অবস্থানে ছিল ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড। এ ব্যাংকটির মাধ্যমে আসে ১৭ কোটি ৯৭ লাখ ডলার।

বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ৫২ লাখ ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৭০ লাখ ৯০ হাজার ডলার।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024