Finance

রবি টেন মিনিট স্কুলে ব্যাপক সাড়া

রবি টেন মিনিট স্কুলে ব্যাপক সাড়া

| | 26 Sep 2016, 11:32 am
ঢাকা, সেপ্টেম্বর ২৬: দেশজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে রবি’র অনলাইন এডুকেশন প্লাটফরম টেন মিনিট স্কুলwww.10minuteschool.com।

ইতোমধ্যে ১৯ হাজার ৮০৯ জন শিক্ষার্থী এই প্লাটফর্মটি ব্যবহার করছে এবং মোট ৭৩৮টি শিক্ষামূলক ভিডিওতে সমৃদ্ধ এই প্লাটফর্ম।

 

ফেসবুকের লাইভ ফিচার ব্যবহার করে ২০১৬ সালের জুন থেকে প্লাটফর্মটি লাইভ ক্লাসের আয়োজন করে আসছে। পেজটিতে লাইক করে এ পর্যন্ত ৩৯ হাজার শিক্ষার্থী লাইভ ক্লাসগুলো থেকে শিক্ষা গ্রহণ করছেন।

 

সোম ও বুধবার ছাড়া প্রতিদিন রাত ৮টায় লাইভ ক্লাসগুলো পরিচালিত হয়।

 


এ পর্যন্ত প্রায় ৭৪টি লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক লাইভ ক্লাসের ফলোয়ার ছাড়াও ইউটিউবে ৩৩ হাজার ৩৪৫ সাবস্ক্রাইবার রয়েছে যারা তাদের নিজেদের সুবিধা মত সময়ে ক্লাসগুলো থেকে শিক্ষা গ্রহণ করছেন।

 

ফেসবুক-ভিত্তিক লাইভ ক্লাসের প্রতিটিতে গড়ে ৪ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

প্রতিটি ক্লাসের পর বিষয়টি সম্পর্কে তাদের ধারণা আরো স্পষ্ট করার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় ১ হাজার প্রশ্ন আসে। রবি টেন মিনিট স্কুলের নিবেদিত নির্দেশকরা সেই প্রশ্নগুলো উত্তর পাঠান।

 


পদক্ষেপটি সম্পর্কে বলতে গিয়ে রবি’র কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, “ইন্টারনেটের মাধ্যমে সব অঞ্চলের শিক্ষার্থীদের কাছে মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা এই পদক্ষেপটি গ্রহণ করেছি।

 

ফেসবুক-ভিত্তিক লাইভ ক্লাসে ক্রমে শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকায় আমরা আনন্দিত ও আশাবাদী। আমার মনে হয়, এ মুহুর্তে রবি টেন মিনিট স্কুলই দেশের সবচেয়ে বড় অনলাইন স্কুল- এ কথাটি বললে অত্যুক্তি হবেনা।”

 

রবি টেন মিটি স্কুল রবি’র সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির একটি অংশ এবং একটি অনন্য অনলাইন প্লাটফরম যাতে জেএসসি, এসএসসি ও এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা সমন্বিত শিক্ষা উপকরণ রয়েছে।

 

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024