Finance

ইউরোপ-আমেরিকার বাজারে পোশাক রপ্তানি বেড়েছে পোশাক রপ্তানি
সংগৃহিত বাংলাদেশের পোশাক কারখানা

ইউরোপ-আমেরিকার বাজারে পোশাক রপ্তানি বেড়েছে

Bangladesh Live News | @banglalivenews | 13 Sep 2023, 10:09 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৩ সেপ্টেম্বর ২০২৩: ইউরোপ ও আমেরিকার বাজারে চলতি অর্থবাজারের জুলাই-আগস্ট বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১১ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। অর্থের দিক দিয়ে যা প্রায় ৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ দশমিক ৮৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। একই সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাজারেও বেড়েছে পোশাক রপ্তানি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য এবং পোশাক মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ’র তথ্যমতে, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য, কানাডা এবং ইউরোপের বাজারে পোশাক পণ্য রপ্তানি বেড়েছে ৮৮৫ দশমিক ৯২ মিলিয়ন বা ৮৮ কোটি ৫৯ লাখ ডলার। যা শত করা হিসাবে ১২ দশমিক ৪৬ শতাংশ।

অলোচিত সময়ে রপ্তানি কমেছে ভারতে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে গত অর্থবছরের (২০২২-২৩) একই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্রে আমাদের পোশাক রপ্তানি ২ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। বাজারটিতে পোশাক রপ্তানি ১ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১ দশমিক ৪৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

ইউরোপের বাজারে পোশাক রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮১ শতাংশ বেড়েছে। সেখানে ৩ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ৩ দশমিক ৮৫ বিলিয়ন বেড়েছে। ইউরোপের বড় ও সামগ্রিক পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার জার্মানিতে আমাদের রপ্তানি ৬ দশমিক ২৯ শতাংশ কমে ৯৯৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এছাড়া স্পেন, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো ইউরোপীয় ইউনিয়নের কিছু বড় বাজারে রপ্তানিও যথাক্রমে ২৬ দশমিক ৯৪ শতাংশ, ৮ দশমিক ৪৫ শতাংশ, ২৮ দশমিক ৭৩ শতাংশ, ১৮ দশমিক ৯৫ শতাংশ এবং ২৬ দশমিক ৩৭ শতাংশ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই-আগস্ট সময়ের মধ্যে যুক্তরাজ্য পোশাক রপ্তানি হয়েছে ৯৭৬ দশমিক ৭৫ মিলিয়ন ডলার এবং কানাডায় হয়েছে ২৪৩ দশমিক ৪৪ মিলিয়ন ডলারের। তথ্যমতে, এই দুই বাজারে ১৯ দশমিক ১৪ শতাংশ এবং ৭ দশমিক ২২ শতাংশ হারে রপ্তানি বেড়েছে।

বেড়েছে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি। অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি ২১ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বাংলাদেশের প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে রয়েছে- জাপান, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া। এসব দেশগুলোয় রপ্তানি যথাক্রমে ৩৩ দশমিক ৯৭ শতাংশ, ৪৯ দশমিক ৫২ শতাংশ এবং ১৯ দশমিক ৫১ শতাংশ বেড়েছে। একইসময়ে ভারতে আমাদের পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ১৪ শতাংশ।

সর্বশেষ শিরোনাম

পিসিটি পরিচালনা চুক্তি বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়াতে সহায়ক হবে: প্রধানমন্ত্রী Thu, Dec 07 2023

সৌদি আরবের সঙ্গে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অপারেশন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর Thu, Dec 07 2023

ভোটের আগে কমলো মূল্যস্ফীতি Tue, Dec 05 2023

নভেম্বরে রেমিট্যান্স এলো ২১ হাজার ১৮১ কোটি টাকা Mon, Dec 04 2023

রিজার্ভের হিসাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবাদ Thu, Nov 30 2023

পাঁচ প্রকল্পে বিলিয়ন ডলার দিচ্ছে এডিবি Wed, Nov 29 2023

ব্যবহারযোগ্য রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারের কম Tue, Nov 28 2023

নভেম্বরে আশা জাগাচ্ছে রেমিট্যান্স Tue, Nov 21 2023

বাংলাদেশে বৃহত্তর বিদেশি বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Nov 20 2023

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১২৫০০ টাকার খসড়া গেজেট প্রকাশ Mon, Nov 13 2023