Finance

পরবর্তী বাজেট ৳ ২.৫ লাখ কোটিরঃ মুহিত
ঢাকা, ফেব্রুয়ারি ১৪: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার বলেন যে আগামী অর্থবছরের জন্য জাতীয় বাজেটের আকার প্রায় ৳ ২.৫ লাখ কোটি হবে।
তিনি বলেন ২০১৪-১৫ অর্থবছরের জন্য প্রাক বাজেট আলোচনা শীঘ্রই শুরু হবে।
২০১৩-১৪ আর্থিক বৎসরের জন্য বাজেট ছিল ৳ ২.২ লক্ষ কোটি।