Finance

অর্থনীতিকে গর্বের জায়গায় নিতে সময় লাগবে না: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী
ফাইল ছবি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থনীতিকে গর্বের জায়গায় নিতে সময় লাগবে না: অর্থমন্ত্রী

Bangladesh Live News | @banglalivenews | 04 Aug 2022, 06:29 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা,৪ আগস্ট ২০২২: দেশের অর্থনীতি আবারও গর্বের জায়গায় ফিরিয়ে আনতে বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি,অর্থনীতিকে আমরা মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে পারবো। তাতে বেশি সময় লাগবে না। সব জিনিসেই দেখতে পাবেন আমাদের অগ্রগতি হচ্ছে। আগে যেমন আমাদের অর্থনীতিকে নিয়ে গর্ব করতাম, সারা পৃথিবীর মানুষ যেভাবে গর্ব করতো, সেই গর্বের জায়গায় যাবো। এটা করতে বেশি সময় লাগবে না।’

বুধবার (৩ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

ডলারের বাজারে অস্থিতিশীলতার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এই যে ওঠা-নামা বেশি হচ্ছে, সেটি কমিয়ে আনতে হবে। সেটা করতে পারলে একই প্যাটফর্ম থেকে সবাই এগোতে পারবে। সেই প্যাটফর্মই হবে ন্যায়-নীতির ভিত্তি।’

মূল্যস্ফীতি বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম, সেসময় মূল্যস্ফীতির পরিমাণ ছিল ১২ দশমিক ৩ শতাংশ। সেই কত বছর আগে এটি ছিল। এরমধ্যে অনেক চড়াই-উৎরাই পাড়ি দিয়েছি। মহামারি মোকাবিলা করেছি, সুন্দর ভাবেই মোকাবিলা করেছি। সারা বিশ্বে প্রশংসিত হয়েছি, এটি সুন্দরভাবে করার জন্য। এখন আমরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করছি। এটিও সুন্দরভাবে মোকাবিলা করবো। আরও মাসখানেক পর এর প্রতিফলন দেখতে পারবো।’

তিনি বলেন, ‘আমদানি করে এখন যা নিয়ে আসছি, সেগুলো দেশে পৌঁছালে সঙ্গত কারণে অন্যান্য জিনিসের দামও কমবে। খাদ্যদ্রব্যের বাইরেও বিভিন্ন জিনিসের দাম কমে আসবে। ডলারের দামও কমে আসবে। মূল্যস্ফীতি এখন মাত্র ৭ শতাংশ। ভোজ্যতেল বা অন্যান্য যেসব জিনিস তাদের থেকে কিনতে হয়, তাদের যদি দাম বাড়ে সেই প্রভাব এখানেও পড়ে। আমাদের বেশি দামে কিনে আনতে হচ্ছে বলে মূল্যস্ফীতি বাড়ছে।’

বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ দেওয়া হয়েছে, সেই বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘আমরা বিশ্বাস করি, এ উদ্যোগটি দেশের মানুষ গ্রহণ করবে। অনুরোধ থাকবে দেশের প্রতি মমত্ববোধ, আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা থেকে সবাই যেন আরও উদ্দীপনা নিয়ে কাজ করেন। যাদের কাছে অপ্রদর্শিত টাকা আছে, সেটি এই স্কিমের আওতায় এনে স্থায়ীভাবে আগামী প্রজন্মের জন্যই এটি করা উচিত।’

দুর্নীতি নিয়ে করা অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে আমাদের দুর্নীতি কতটা হয়, সেই তথ্য আমার কাছে নেই। আপনাদের কারও কাছেও হয়তো নেই। কিন্তু অনুমান করে বলতে পারেন যে,দুর্নীতি হচ্ছে।’

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024