Finance

থ্রিজির জন্য আবেদন করল ৫ অপারেটর
ঢাকা, অগাস্ট ১২: পাঁচজন বেসরকারি মোবাইল ফোন অপারেটর সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে আবেদনপত্র জমা দেয় সেপ্টেম্বর ৮এর থ্রিজি লাইসেন্সের নিলামে অংশগ্রহণ করার জন্য।
আবেদনকারীরা তাদের চিঠির সাথে কয়েকটি শর্তও উল্লেখ করে কিছু অমীমাংসিত বিষয় নিয়ে।
সরকার দ্বারা চালিত টেলিটক আগেই এই বিষয়ে আবেদন কমা দিয়েছে।
গত বছর থেকেই টেলিটক ট্রায়াল হিসেবে থ্রিজি অপারেটররূপে বাজারে নেমেছে।
পাঁচজনের মধ্যে চারজন আবেদনকারী হলেন - গ্রামীণফোন, বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল।