Finance

এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে বাসে উৎসুক মানুষের ভিড়
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ সেপ্টেম্বর ২০২৩: প্রাইভেটকার ছাড়া গণপরিবহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে খুব একটা সাড়া দেয়নি। এরপর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস চলাচলের সিদ্ধান্ত নেয়। সোমবার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শুরু হয়েছে বিআরটিসির বাস চলাচল।
প্রথম দফার উড়ালসড়ক দিয়ে আটটি বাস চলাচল করছে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটির। সাধারণ মানুষ চলাচল করতে পারছে এসব বাসে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বিআরটিসির বাস চলাচল কার্যক্রম সোমবার উদ্বোধন হওয়ার পর প্রথম দফায় একটি রুটেই নিয়মিত বাস চলছে। খেজুর বাগান থেকে বিজয় সরণি হয়ে বিমানবন্দরের কাওলায় নেমে বাস যাবে উত্তরা জসিমউদ্দিন পর্যন্ত। এই ১১ দশমিক ৪ কিলোমিটার রুটে ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রথমদিন অনেকে শখ করে বাসে চড়ছেন। বাসযাত্রী সারওয়ার হোসেন বলেন, ৪০ টাকা দিয়ে টিকিট কেটে খেজুর বাগান হয়ে জসিম উদ্দিন থেকে পুনরায় খেজুর বাগান ফিরে আসবেন।
ইন্দ্রিয়া রোডের এক বাসিন্দা বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এখন গণমানুষের হয়েছে। আমরা আমজনতা চড়তে পারছি। কেউ কেউ আবার জটলা এড়িয়ে নিরাপদ চলাচলের জন্য বেছে নিচ্ছেন উড়ালপথ।
খেজুর বাগান থেকে বিমানবন্দর ৩৫ টাকা, খেজুর বাগান থেকে জসিম উদ্দিন ৪০ টাকা, বিমানবন্দর থেকে জসিম উদ্দিন ১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।
টিকিট মাস্টার স্বয়ন কবির বলেন, খেজুর বাগান থেকে সরাসরি বাস বিমানবন্দরে থামবে। ১৫ মিনিট পর পর বাস ছাড়বে। আজকে প্রথম দিন লোকজনের ভিড় বেশি।
বিআরটিসির পরিচালক (প্রশাসন) এস এম কামরুজ্জামান বলেন, সোমবার থেকে প্রাথমিকভাবে ৮টা ডাবল ডেকার বাস এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পরিচালনা করা হচ্ছে। সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত বাস চলাচল করবে।
এদিকে যাত্রীর সংখ্যা বাড়লে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বিআরটিসি বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব। তিনি বলেন, সাধারণ মানুষের অনেক দিনের দাবি ছিল একটি বাস সার্ভিস চালু করার। ফার্মগেট গুরুত্বপূর্ণ জায়গা, অনেক যাত্রী এখান থেকে যাতায়াত করে। ফার্মগেট একটি হাব। তার পরিপ্রেক্ষিতে প্রতিদিন সাড়ে ৭টা থেকে ফার্মগেট থেকে জসিম উদ্দিন বিআরটিসির আটটি বাস চলবে। যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে আমরা গাড়ি বাড়াবো।