Finance

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে বাংলাদেশ
পিক্সাবে

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 24 Mar 2024, 03:09 pm

ঢাকা, ২৪ মার্চ ২০২৪ : জাতীয় পর্যায়ে পরিবার প্রতি মাসে গড় খানা খরচ ১২ হাজার ৫৩ টাকা।

পল্লি, শহর ও সিটি করপোরেশন এলাকার গড় মাসিক ব্যয় কম বেশি দেখা গেছে।

পল্লিতে ১১ হাজার ৭১৮ টাকা, শহরে ১১ হাজার ৮৯০ টাকা এবং সিটি করপোরেশন এলাকায় পরিবার প্রতি খাবার খরচ ১৪ হাজার ১২৫ টাকা। সব থেকে বেশি খরচ হয় চাল কিনতে। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ‘খাদ্য নিরাপত্বা পরিসংখ্যান ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে এমন চিত্র দেখা গেছে।

খাদ্য নিরাপত্তা পরিসংখ্যান প্রকল্প ২০২২-এর অধীনে দুটি কার্যক্রম পরিচালিত হয়েছে। একটি হলো- খাদ্য নিরাপত্তা পরিবীক্ষণ এবং ফুড ইনসিকিউরিটি এক্সপেরিয়েন্স স্কেল জরিপ ২০২৩ পরিচালনা।

অপরটি হলো ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ফুড ব্যালেন্স শিট এবং সাপ্লাই ইউটিলাইজেশন অ্যাকাউন্ট প্রস্তুত করা।

বিবিএসর ১৫ থেকে ২৫ জুন ২০২৩ পর্যন্ত প্রথমবারের মতো দেশের নির্বাচিত সাধারণ খানায় খাদ্য নিরাপত্তা পরিবীক্ষণ এবং এফআইইএস জরিপ পরিচালনা করেছে। বিবিএসের দক্ষ তথ্য সংগ্রহকারীদের জরিপের তথ্য-উপাত্ত সংগৃহীত হয়।


বিবিএসের কম্পিউটার উইংয়ের মাধ্যমে ক্যাপি অ্যাপ্লিকেশন প্রস্তুত করা হয়েছিল এবং এ জরিপটি বিভিন্ন ধাপে নিয়মিত পর্যবেক্ষণ এবং তত্ত্বাবধান করা হয়েছিল। যার ফলে এ থেকে প্রাক্কলিত সূচকগুলো নির্ভরযোগ্য এবং গ্রহণযোগ্য প্রাক্কলন দেয়। বিবিএস জানায়, পল্লি এলাকায় চাল কেনা বাবদ গড় মাসিক খরচ ২ হাজার ৮২২ টাকা এবং মাছ কেনা বাবদ ১ হাজার ৬৩৭ টাকা। সিটি করপোরেশন এলাকায় চাল কেনায় খরচ ২ হাজার ২২১ টাকা এবং শহরাঞ্চলে ২ হাজার ৫৪০ টাকা। মাসিক খাদ্য ব্যয়ের সর্বোচ্চ ২২ দশমিক ৩৬ শতাংশ চাল কেনা বাবদ খরচ হয়। দ্বিতীয় স্থানে রয়েছে মাছ জাতীয় পণ্য ১৪ দশমিক শূন্য ৫ শতাংশ এবং তৃতীয় স্থানে রয়েছে ফল ৭ দশমিক ৪০ শতাংশ।

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024