Finance

ওয়াশিংংটনের ঢাকাকে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে ব্রিফ আইপিইএফ
ছবি: পিআইডি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি ওয়াশিংটনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি জোস ডব্লিউ. ফার্নান্দেজের সংগে বৈঠক করেন

ওয়াশিংংটনের ঢাকাকে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক সম্পর্কে ব্রিফ

Bangladesh Live News | @banglalivenews | 04 Jun 2022, 02:33 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ জুন ২০২২: ভারতসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের আরও ১২টি দেশ নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) সম্পর্কে ওয়াশিংটন ঢাকাকে ব্রিফ করেছে।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় উচ্চ-পর্যায়ের অর্থনৈতিক পরামর্শ (এইচএলইসি) সভার পর একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) সম্পর্কে ব্রিফ করেছে এবং বাংলাদেশ আইপিইএফ-এর সাপ্লাই চেইনের স্থিতিস্থাপকতা এবং ডি-কার্বনাইজেশন পিলার সম্পর্কে তথ্য প্রদানকে স্বাগত জানিয়েছে।’

বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় দেশ সকলের সমৃদ্ধির জন্য একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের লক্ষ্যে অভিন্ন মনোভাব ব্যক্ত করেছে। ঢাকা টেকসই উপায়ে তার সমুদ্র সম্পদ অনুসন্ধান করতে এবং পরিবেশগত সুরক্ষা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দেশটির সুনীল অর্থনীতির আরও উন্নয়ন মার্কিন কারিগরি সহায়তা চেয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ফর ইকোনমিক গ্রোথ, এনার্জি, এবং এনভায়রনমেন্ট জোস ডব্লিউ. ফার্নান্দেজ দিনব্যাপী এই বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টোকিওতে গত ২৩ মে অস্ট্রেলিয়া, ব্রুনাই, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামকে নিয়ে আইপিইএফ চালু করেন যারা একসাথে বিশ্বের জিডিপির ৪০ শতাংশের  প্রতিনিধিত্ব করে।

আইপিইএফ একটি নতুন ধারণা যা চারটি মূল স্তম্ভের মাধ্যমে দরকষাকষি ও আলোচনা শুরু করতে চায়।

এগুলো হলো- সরবরাহ চেইন স্থিতিস্থাপকতা যা কোভিড-১৯ ও ইউক্রেন যুদ্ধের কারণে কঠিন চ্যালেঞ্জর সম্মুখীন, ক্লিন এনার্জি ও ডি-কার্বনাইজেশন; দুর্নীতি রোধ, এবং ডিজিটাল বাণিজ্য ও উদীয়মান প্রযুক্তি।

বাংলাদেশের নতুন অর্থনৈতিক কাঠামোতে যুক্ত হওয়ার সুযোগের বিষয়ে মঙ্গলবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত  পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র গত মার্চে প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইপিইএফ সম্পর্কে দ্বিপাক্ষিক তথ্য বিনিময় সংলাপের মাধ্যমে পরামর্শ শুরু করে।

আইপিইএফ-এ অন্যান্য দেশের যোগদানের সুযোগ থাকবে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন যে, ‘বাংলাদেশ এটি (আইপিইএফ) নিবিড়ভাবে অনুসরণ করবে।’

সর্বশেষ শিরোনাম

করমুক্ত আয়ের সীমা সাড়ে ৪ লাখ টাকা করার দাবি এফবিসিসিআইয়ের Fri, Apr 05 2024

সোনালীতে বিডিবিএল আর কৃষি ব্যাংকে একীভূত হচ্ছে রাকাব Fri, Apr 05 2024

মার্চে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি বেড়েছে ১০ শতাংশ Wed, Apr 03 2024

টিসিবির আমদানি করা ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ খালাস Tue, Apr 02 2024

আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী Mon, Apr 01 2024

দেশে ডলার সংকট কমেছে Sun, Mar 31 2024

বাংলাদেশের জ্বালানি খাতে বিশাল বিনিয়োগ আসছে সৌদির Wed, Mar 27 2024

৮ মাসে ১৮ হাজার ২২১ কোটি টাকার রাজস্ব ঘাটতি Tue, Mar 26 2024

পরিবার প্রতি মাসে খানা ব্যয় ১২০৫৩ টাকা, বেশি খরচ চাল কিনতে Sun, Mar 24 2024

রেমিট্যান্স যোদ্ধাদের সেবায় সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান Sun, Mar 24 2024