Muktijudho

মুক্তিযোদ্ধাদের ভারতে চিকিৎসার দরখাস্ত আহ্বান মুক্তিযোদ্ধাদের চিকিৎসা
সংগৃহিত বীর মুক্তিযোদ্ধা

মুক্তিযোদ্ধাদের ভারতে চিকিৎসার দরখাস্ত আহ্বান

Bangladesh Live News | @banglalivenews | 09 Nov 2021, 01:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ নভেম্বর ২০২১: ভারতে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দেয়া হবে। এ কারণে মুক্তিযোদ্ধাদের দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান’ স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকায় ভারতীয় হাইকমিশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা নেয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগের খবরে বলা হয়, জটিল রোগে আক্রান্ত ১০০ বীর মুক্তিযোদ্ধাকে ভারতের বিশেষায়িত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবাদান স্কিমের আওতায় ভারত সরকারের আর্থিক সহায়তায় এই চিকিৎসা সেবা দেওয়া হবে। এ জন্য সারাদেশের অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বিষয়ে প্রতি জেলায় সিভিল সার্জনের নেতৃত্বে একটি মেডিকেল কমিটি রয়েছে। অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের যেসব আবেদন জমা পড়বে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয়ে তালিকা পাঠাবে। এরপর বাছাই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত তালিকা করে চিকিৎসার জন্য মনোনীত করা হবে।

এর আগে গত ২১ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২১ সালে এক নীতিমালা জারির মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা খরচ বহন করবে সরকার।

নীতিমালা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল ছাড়াও মেডিকেল কলেজ ও ২২টি বিশেষায়িত হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধা বিনামূল্যে সর্বোচ্চ ৭৫ হাজার টাকার চিকিৎসাসেবা নিতে পারবেন।

এছাড়া কোনো বীর মুক্তিযোদ্ধা জটিল কোনো রোগে আক্রান্ত হয়ে ওই সব হাসপাতালে চিকিৎসা শেষে দেশ-বিদেশে চিকিৎসার প্রয়োজন পড়লে সরকার অতিরিক্ত এক লাখ টাকা অনুদান দেবে। তবে চিকিৎসা অনুদান একজন বীর মুক্তিযোদ্ধা জীবনে একবারের বেশি পাবেন না। আর অনুদান একটি বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় থেকে মঞ্জুর করা হয়।

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023