Muktijudho

বঙ্গবন্ধুর ১৯ ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু ভাস্কর্য
ফাইল ছবি ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রবমান

বঙ্গবন্ধুর ১৯ ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে

Bangladesh Live News | @banglalivenews | 12 Jul 2022, 04:28 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ জুলাই ২০২২: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ১৯৭১ সালে পরিচিত ছিল রেসকোর্স ময়দান হিসেবে। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে এই ময়দানে লাখো বাঙালির সম্মিলন ঘটে ৭ মার্চ। এই উত্তাল জনতার সামনে ভাষণ দেন বঙ্গবন্ধু। সেই স্মৃতি ধারণ করে ঐতিহাসিক ওই ভাষণের স্থানে বঙ্গবন্ধুর একটি ব্রোঞ্জের ভাস্কর্য নির্মিত হবে। এ ভাস্কর্যের উচ্চতা হবে ১৯ ফুট ৬ ইঞ্চি এবং বেদী ৬ ফুট ৯ ইঞ্চি।

সোহরাওয়ার্দী উদ্যানে ৭ মার্চের সেই ঐতিহাসিক সমাবেশের পাশাপাশি আরও একটি স্মরণীয় ঘটনা ঘটে। মুক্তিযুদ্ধে বীর বাঙালির কাছে হেরে যাওয়ার পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন এই রেসকোর্স ময়দানেই আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। তাদের আত্মসমর্পণের ওই স্থানেও সেই মুহূর্তের একটি ব্রোঞ্জের ভাস্কর্য হবে। এই ভাস্কর্যের উচ্চতা হবে ১৫ ফুট এবং বেদী ৮ ফুট।

এজন্য ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এ প্রকল্পের আওতায় ওই দুটি ভাস্কর্যসহ নানা অবকাঠামো নির্মাণ করা হবে। ভাস্কর্য দুটির নকশা হয়ে গেছে। সংশোধিত প্রকল্পটি চূড়ান্তভাবে অনুমোদন পেলেই কাজ শুরু হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (৩য় পর্যায়) ’ প্রকল্পটির মোট অনুমোদিত প্রাক্কলিত ব্যয় ২৬৫ কোটি ৪৪ লাখ টাকার বিপরীতে মে, ২০২২ পর্যন্ত অগ্রগতি হয়েছে ১১৫ কোটি ৯৬ লাখ টাকা।

২০২১-২২ অর্থবছরে এ প্রকল্পের অনুকূলে ৩৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রয়েছে এবং মে, ২০২২ পর্যন্ত ব্যয় হয়েছে ৩২ কোটি ৪১ লাখ ৩৬ হাজার টাকা। প্রকল্পের আওতায় অন্যান্য অবকাঠামোর নির্মাণকাজ চলমান। অবকাঠামোর মধ্যে ভূগর্ভস্থ কার পার্কিং, ধারণ ক্ষমতা ৫০০টি, এর ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে, এন্ট্রি ও এক্সিট লুপ নির্মাণকাজ চলমান, ভৌত অগ্রগতি ৯৬ শতাংশ।

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023