Muktijudho

মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আহ্বান
নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৮ মে ২০২৩: শনিবার ঢাকায় এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের জন্য মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন একদল মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা ৭১, বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা আবুল হোসেন। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও মুক্তিযোদ্ধা রাশেদ খান মেননের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধের ৫১ বছর পরও আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছি। তিনি মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে সকল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ও মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মাহবুবে আলম, মুক্তিযোদ্ধা ডিএন মন্ডল, শামসুল হক, আনোয়ার হোসেন আনু, আব্দুল খালেক প্রমুখ।