Muktijudho

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক ফারুক
ফাইল ছবি/সংগৃহিত

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক

Bangladesh Live News | @banglalivenews | 15 May 2023, 01:23 pm

ঢাকা, ১৫ মে ২০২৩ : সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ছেলে শরৎ জানান, আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে চিত্রনায়ক ফারুক মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

বিগত সাধারণ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন মিয়াভাই খ্যাত এই নায়ক । প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে মহান জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেন তিনি।

সংসদে যোগদান প্রসঙ্গে ফারুক বলেন, আমি আমার এলাকার মানুষের দাবির কথা সংসদে তুলে ধরতে চাই। তাদের উন্নয়নের চেষ্টা করতে চাই। আমি জানি সিনেমার মানুষেরা আমার কাছে অনেক কিছু প্রত্যাশা করে। আমি চেষ্টা করবো যদি কোনো সুযোগ পাই সেটা কাজে লাগাতে।’

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023

২১ বছর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লুকিয়ে রাখতে হয়েছিল : গোলাম দস্তগীর Sat, Aug 26 2023

দীর্ঘ ৩১ বছর বাঙ্গালি জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি Fri, Aug 18 2023

মুক্তিযোদ্ধা মতিন হত্যা : ৬ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Fri, Aug 04 2023

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান আর নেই Sat, Jul 15 2023

শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ আর নেই Fri, Jul 14 2023

আজ কাটাখালী যুদ্ধ দিবস Thu, Jul 06 2023

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর Thu, Jun 29 2023

শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী পালিত Wed, Jun 28 2023