Muktijudho

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না সেবা
সংগৃহিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না

Bangladesh Live News | @banglalivenews | 29 Dec 2023, 02:15 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৮ ডিসেম্বর ২০২৩: প্রতি দুই মাসে একদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের জন্য এবং তাদের পরিবারের সদস্যদের জন্য সময় বরাদ্দ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সমস্যার সমাধান করবো। এছাড়া যে কোনো সময় আপনাদের সমস্যা হলে আমার দুয়ার সবসময় খোলা থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, উত্তর সিটি করপোরেশনের কোনো সেবা নিতে এসে মুক্তিযোদ্ধাদের যেন ঘুরতে না হয় কর্মকর্তাদের এ নির্দেশনা দিয়েছি। মুক্তিযোদ্ধারা যদি সেবার জন্য উত্তর সিটিতে আসেন, তাহলে তাদের হয়রানি করা যাবে না। সঙ্গে সঙ্গে তাদের কথা শুনতে হবে, কাজ করে দিতে হবে। বয়স্ক মুক্তিযোদ্ধাদের যদি প্রয়োজন হয়, তাহলে তাদের বাসায় গিয়ে সেবা দিয়ে আসতে হবে। তাদের কোনো কাজে সময়ক্ষেপণ করা যাবে না।

মেয়র আরও বলেন, ডিএনসিসিতে আগে বীর মুক্তিযোদ্ধাদের কবরগুলো ১০ বছরের জন্য সংরক্ষণ করা হতো। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে এই কবরস্থানগুলো আমরা সারা জীবনের জন্য সংরক্ষণ করবো। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কবরস্থান ১০ বছর সংরক্ষণের পরিবর্তে আজীবন বিনামূল্যে সংরক্ষণ করতে পারবেন। মুক্তিযোদ্ধারা আমাদের দেশ দিয়েছেন, আমরা তাদের জন্য আমাদের আওতায় থাকা সেবাটুকু দেবো।

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করা নৈতিক দায়িত্ব উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, তারা স্বাধীনতা এনে দিয়েছেন, তাদের যদি আমরা সম্মান না দেই, তাহলে কীসের সিটি করপোরেশন। মুক্তিযোদ্ধারা লাল-সবুজের পতাকা এনে দিয়েছেন, উত্তর সিটি করপোরেশনের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি ঢাকা উত্তরের সড়কগুলোর নাম বীর মুক্তিযোদ্ধাদের নামে হবে।

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023