Muktijudho

৪০১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সমাপ্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
সংগৃহিত প্রতীকী ছবি

৪০১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ সমাপ্ত

Bangladesh Live News | @banglalivenews | 10 Dec 2021, 10:22 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১০ ডিসেম্বর ২০২১: দেশের ৪৭০ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪০১ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজ শেষ হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভাপতিত্ব করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কমপ্লেক্স নির্মাণে প্রায় ৯৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। এছাড়া আরও ৩২ উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণকাজ চলমান।

সভায় জানানো হয়, ২০২১-২২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের নভেম্বর পর্যন্ত শতকরা ২০ দশমিক ৫৯ ভাগ অর্থ ব্যয় করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সেখানে জাতীয় পর্যায়ে ব্যয় শতকরা প্রায় ১৮ ভাগ।

সভায় আরও জানানো হয়, ৬৪ জেলায়ই জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। এজন্য সরকারের ব্যয় হয়েছে প্রায় ১৩৮ কোটি টাকা। এছাড়া ১৫৬টি স্থানে স্মৃতিসৌধ এবং ২০টি স্মৃতি জাদুঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। ১১০টি স্থানে স্মৃতিসৌধ এবং ৪৩টি স্মৃতি জাদুঘর নির্মাণকাজ চলমান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পগুলো জাতীয় চেতনার সঙ্গে সম্পর্কিত। যথাযথ মান এবং স্বচ্ছতা নিশ্চিত করে নির্ধারিত সময়ে প্রকল্পগুলোর কাজ সম্পন্ন করতে হবে। চলতি অর্থবছর আরও সফলভাবে প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য মন্ত্রী প্রকল্প পরিচালকদের তাগিদ দেন।

বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্প চলমান। এছাড়া আরও ছয়টি নতুন প্রকল্প প্রক্রিয়াধীন।

সর্বশেষ শিরোনাম

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023

২১ বছর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লুকিয়ে রাখতে হয়েছিল : গোলাম দস্তগীর Sat, Aug 26 2023