Muktijudho

পাক বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধের সব স্থান সংরক্ষণ করা হচ্ছে পাক বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ
সংগৃহিত মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির

পাক বাহিনীর সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধের সব স্থান সংরক্ষণ করা হচ্ছে

Bangladesh Live News | @banglalivenews | 18 Dec 2021, 12:05 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ ডিসেম্বর ২০২১: পাক হানাদার বাহিনীর সঙ্গে যেসব জায়গায় মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষভাবে যুদ্ধ হয়েছে সেসব সংরক্ষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ ক ম মোজাম্মেল হক। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘মহাবিজয়ের মহানায়ক’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অ ক ম মোজাম্মেল হক বলেন, 'যখন পাকিস্তানিরা আমাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে, সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে গর্জে ওঠেন। ছাত্রলীগ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি স্বাধীনতা অর্জনের শুভ সূচনা করেন। পরবর্তীতে ভাষা আন্দোলন, ছাত্র আন্দোলন, সর্বোপরি ছয় দফা উত্থাপনের পর বঙ্গবন্ধুকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর জন্য পাকিস্তানের শাসকগোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। এর ফলে মানুষ গর্জে ওঠে এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধুকে কারাগার থেকে বের করে নিয়ে আসে।'

মন্ত্রী বলেন, 'সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙাকুশ জয় পায়। তবে বাঙালির কাছে পাকিস্তানি সামরিক জান্তা সরকার ক্ষমতা হস্তান্তরে গড়িমসি করে। এরপর ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণে বলেন, ‘আমি যদি হুকুম নাও দিবার পারি, তোমাদের যার কাছে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করবে।’ তারপরও যখন ক্ষমতা হস্তান্তর করেনি তখন ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। বাংলার সর্বস্তরের মানুষ, আপামর যুব সমাজ জীবন বাজি রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী মাথা নত করে আত্মসমার্পণ করে।'

তিনি আরও বলেন, 'আমরা ভারতের বীর জনতা, ভারতের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা অস্ত্র ও ট্রেনিং দিয়ে সহযোগিতা করেছিলো। আমরা আরও কৃতজ্ঞতা জানাই এজন্য যে- বঙ্গবন্ধুর নির্দেশের তিন মাসের মাথায় সেই মিত্র বাহিনীকে ভারত ফেরত নিয়ে গেছে।'

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023