Muktijudho

মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান-ডিজিকে হাইকোর্টে তলব হাইকোর্ট
ফাইল ছবি হাইকোর্ট

মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান-ডিজিকে হাইকোর্টে তলব

Bangladesh Live News | @banglalivenews | 21 Jul 2022, 03:31 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ জুলাই ২০২২: আদালতের আদেশ সত্ত্বেও পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার অ্যাডভোকেট মো. শাহজাদার মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদন নিষ্পত্তি না করায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) চেয়ারম্যান ও মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা দিতে আগামী ২ আগস্ট তাদের সশরীরে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।

এ সংক্রান্ত শুনানি নিয়ে বুধবার (২০ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ হাইকোর্ট এ আদেশ দেন।

ওইদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম খান দাউদ। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ২২ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তিসহ গেজেটে নাম প্রকাশের জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান ও মহাপরিচালকের কাছে আবেদন করেন মো. শাহজাদা।

ওই আবেদনে শাহজাদা বলেন, আমি ৯ নম্বর সেক্টরের অধীনে একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম। পাক সেনাদের সঙ্গে যুদ্ধ শুরু হলে পরীক্ষায় অংশ না নিয়ে মুক্তিযুদ্ধে চলে যাই। আমরা চার ভাইয়ের মধ্যে তিন ভাই মুক্তিযোদ্ধা। অন্য ভাই ছোট থাকার কারণে যুদ্ধে অংশ নিতে পারেনি।

তিনি আরও বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হওয়ার ফটোকপি জমা দিলেও অজ্ঞাত কারণে আমার নাম তালিকাভুক্ত করা হয়নি।

শাহজাদা বলেন, আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারি গেজেটে আমার নাম প্রকাশ হয়নি। তারপর বর্তমান সরকার আবারও প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের জন্য অনলাইনে আবেদন করতে নির্দেশনা জারি করলে আমি উপরোল্লেখিত কাগজপত্র ও ডকুমেন্টসহ আবেদন করি।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল শাহজাদার এ আবেদন নিষ্পত্তি না করায় গত বছরের ১৯ জুলাই হাইকোর্টে রিট করেন মো. শাহজাদা। রিটের শুনানি নিয়ে আদালত এক মাসের মধ্যে মুক্তিযোদ্ধা হিসেবে তাকে তালিকাভুক্তির আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেন।

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023