Muktijudho

বিজয় দিবস উপলক্ষে এবছরও বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানাবে ভারতীয় সেনাবাহিনী বিজয় দিবস
সংগৃহিত

বিজয় দিবস উপলক্ষে এবছরও বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানাবে ভারতীয় সেনাবাহিনী

Bangladesh Live News | @banglalivenews | 08 Dec 2020, 02:47 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ ডিসেম্বর ২০২০: প্রতি বছরের মত এবারও ভারতীয় সেনা বাহিনীর ইস্টার্ন কমান্ড বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে তাঁদের কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে রোববার ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর ফোর্ট উইলিয়ামে প্রাক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিজয় দিবস উদযাপনে বিভিন্ন কর্মসূচী স¤পর্কে সাংবাদিকদের সাথে মত বিনিময় করা হয়।

বিভিন্ন কর্মসূচী ছাড়াও এবছরও বাংলাদেশের ৩০ জন মুক্তিযোদ্ধা ও ৬ জন সামরিক কর্মকর্তাকে সংবর্ধিত করবে ভারতীয় সেনাবাহিনী । ইস্টার্ন কামান্ডের আমন্ত্রণে বাংলাদেশের অতিথিদের বিজয় অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারতীয় সেনাবাহিনী ইস্টার্ন কমান্ডের এসসি এমজিজিএস মেজর জেনারেল ভি শ্রীহরি ও কলকাতাস্থ বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান।

অনুষ্ঠানে ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, ‘৫০ বছর আগে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছি। এই যুদ্ধে ভারত সরকারের কাছ থেকে আমরা সর্বরকম সমথর্ন পেয়েছি। তাদের নৈতিক, কুটনৈতিক ও বৈষয়িক সমর্থন পেয়েছি। তাঁরা আমাদের এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছিল। এই জন্য আমি ভারতীয় প্রতিরক্ষা বাহিনী, বেসামরিক সংস্থাসহ ভারতের জনগণের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের এই মহান ত্যাগে আমি গর্বিত।'

তৌফিক হাসান বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি।

মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি জোর দিয়ে মেজর জেনারেল শ্রীহরি বলেন, এটি জনগণের আকাঙ্খা এবং সিদ্ধান্ত গ্রহণযোগ্য সামরিক পদক্ষেপের সাথে ভারতের সমর্থনের একটি খুব ভালো উদাহরণ, যা একটি নতুন জাতি সৃষ্টির লক্ষ্যে পরিচালিত হয়েছিল।

জেনারেল শ্রীহরি বলেন, ‘এই বিজয়ের কৃতিত্ব অবশ্যই বাংলাদেশের মানুষ এবং সব বাহিনীকে সমানভাবে ভাগ করতে হবে। বিজয় দিবস এমন একটি বিশেষ অনুষ্ঠান যেখানে আমরা সব বাহিনী, মুক্তিবাহিনী (বাংলাদেশের মুক্তি যোদ্ধা) এবং জনগণের ত্যাগের কথা স্মরণ করি।'

সর্বশেষ শিরোনাম

মুক্তিযুদ্ধ ও সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা তৃণমূলে ছড়িয়ে দেয়ার আহ্বান রাষ্ট্রপতির Fri, Mar 29 2024

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023