Muktijudho

মেঘালয়ে একাত্তরের স্মৃতিচারণ বীর মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা
ছবি: সংগৃহিত মেঘালয়ে ভারতীয় বিমানবাহিনী ও ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করের বাংলাদেশের মুক্তিযোদ্ধা প্রতিনিধিদল

মেঘালয়ে একাত্তরের স্মৃতিচারণ বীর মুক্তিযোদ্ধাদের

Bangladesh Live News | @banglalivenews | 12 May 2022, 04:36 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১২ মে ২০২২: ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদযাপন করতে ভারতে অবস্থান করছে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধিদল।

ভারতের মেঘালয় রাজ্যে ছয় দিনব্যাপী এ সফরের দ্বিতীয় দিন ভারতীয় বিমানবাহিনী ও তৃতীয় দিন ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনী বিএসএফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিনিধিদল।

দ্বিতীয় দিন মঙ্গলবার (১০ মে) মেঘালয়ে ভারতীয় বিমানবাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের কমান্ডার এয়ার মার্শাল ডি কে পাটনায়েকের পক্ষে বাংলাদেশ প্রতিনিধিদলকে স্বাগত জানান এয়ার মার্শাল এপি সিং। এরপর যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুক্তিযুদ্ধকালীন ভারতীয় কর্মকাণ্ডের ওপর ১০ মিনিটের একটি ভিডিওচিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব। পরে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিনিধিদলের সবাইকে উপহার দেওয়া হয়।

তৃতীয় দিন বুধবার (১১ মে) সকালে মেঘালয়ের লার্ড লেক এবং অমিয়াম লেক পরিদর্শন করে প্রতিনিধিদল। পরে বিকেল সাড়ে ৩টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় প্রতিনিধিদল। এ সময় প্রতিনিধিদলকে স্বাগত জানান বিএসএফের মেঘালয় জোনের আইজি ইন্দ্রজিৎ সিং রানা।

পরে আলোচনা সভায় মুক্তিকালীন স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবিব, মেজর জেনারেল (অব.) জি কে দাশ, ফারুক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মওলা, সুজেত আলী, তারেকুজ্জামান, মো. আক্তারুজ্জামান, সেলিম রেজা, আবদুর সাত্তার, সাইফুজ্জামান, আবদুল কাদের, আবদুর সামাদ, মোশাররফ হোসেন, আমিনুল হক, প্রসন্ন সরকার, একেএম ফজলুল হক, শংকর কর্মকার, নুরুল আনোয়ার ভূইয়া, আকরাম আলী, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু, মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ আনিসুর রহমান, সাংবাদিক বিপ্লব দে পার্থ, তরুণ নেতৃত্ব সুমন কুন্ডু, আল মামুন, সাংবাদিক অনয় মুখার্জী, উত্তম দাশ কাব্যসহ অন্যরা।

সভায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশিদের প্রশিক্ষণ দেওয়া বিএসএফ সদস্য বিশি রায় বক্তব্য তুলে ধরেন।

উভয় আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধকালীন ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার জন্য দুই দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সর্বশেষ শিরোনাম

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023

২১ বছর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লুকিয়ে রাখতে হয়েছিল : গোলাম দস্তগীর Sat, Aug 26 2023