Muktijudho

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন ১৩ মে মুক্তিযোদ্ধা কাউন্সিল নির্বাচন
ছবি: সংগৃহিত মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন ১৩ মে

Bangladesh Live News | @banglalivenews | 15 Mar 2023, 12:27 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ মার্চ ২০২৩ : অবশেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে কাউন্সিলের নির্বাচনের ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে তফসিল ঘোষণা করেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। দীর্ঘ ছয় বছর পর মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন হচ্ছে।

হেলাল মোর্শেদ খানের (বীরবিক্রম) নেতৃত্বাধীন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয় ২০১৭ সালের ৮ জুন। পরে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৯ জুলাই কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসক নিয়োগ করে সরকার। কিন্তু প্রশাসক নিয়োগের কারণে নানা সমস্যার কথা জানিয়ে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর ২০২১ সালের ১৮ জুলাই মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৯ মার্চ। খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী গ্রহণের শেষ তারিখ ২২ মার্চ। দাবি, আপত্তি ও সংশোধনী নিষ্পত্তির তারিখ ২৮ মার্চ এবং ২ এপ্রিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া ৫ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ৯ এপ্রিল। ১১ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে।

১৩ এপ্রিল আপিল নিষ্পত্তি ও ১৬ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল প্রতীক বরাদ্দ করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আরও জানান, ‘১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।’

সর্বশেষ শিরোনাম

বছরে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা পাবেন বীর মুক্তিযোদ্ধারা Mon, Jun 05 2023

একে একে সব বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি: প্রধানমন্ত্রী Wed, May 31 2023

মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আহ্বান Sun, May 28 2023

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক Mon, May 15 2023

মুক্তিযোদ্ধা বিচারপতিদের অবসরের সময়সীমা বাড়াবার আবেদন Thu, May 11 2023

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন Tue, Apr 25 2023

মুক্তিযুদ্ধের ঘটনাবলী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান Tue, Apr 18 2023

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণার ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে সমঝোতা স্মারক স্বাক্ষর Sun, Apr 16 2023

বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই Wed, Apr 12 2023

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শাস্তিবিধানে সংসদে আইন পাসের দাবি Mon, Apr 10 2023