Muktijudho

৫০ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না হওয়ায় ক্ষোভ পরিবারের শহীদ বুদ্ধিজীবীদের তালিকা
সংগৃহিত স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা

৫০ বছরেও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা না হওয়ায় ক্ষোভ পরিবারের

Bangladesh Live News | @banglalivenews | 15 Dec 2022, 09:38 am

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ ডিসেম্বর ২০২২: মুক্তিযুদ্ধের শেষদিকে টার্গেট করে দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। স্বাধীনতার পর থেকে তাদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবস থাকলেও দেশে শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় কোনো তালিকা এখনো হয়নি। ৫০ বছরেও তালিকা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা।

শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে অভিনেত্রী শমী কায়সার বলেন, 'আজকে বাংলার মাটিতে যুদ্ধাপরাধের বিচার হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছি। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তবে আমাদের আক্ষেপের জায়গা একটি, সেটি হলো বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শহীদ বুদ্ধিজীবীদের তালিকা এখনো হয়নি। স্বাধীনতার ৫০ বছরেরও একটা তালিকা করতে পারলাম না। আমরা মুক্তিযুদ্ধমন্ত্রীর কাছে বার বার দাবি জানিয়েছি, কিন্তু কোনো সমাধান হয়নি।'

আসিফ মুনির বলেন, 'শহীদদের যে জায়গায় পৌঁছে দেওয়া দরকার তা পারিনি। তবে আমাদের কাছে প্রতিদিনই ১৪ ডিসেম্বর। রাষ্ট্রের কাছে প্রত্যাশা দ্রুত শহীদ বুদ্ধিজীবীদের একটা পূর্ণাঙ্গ তালিকা করবে।'

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে একযোগে দেশের বুদ্ধিজীবীদের তাদের বাসা থেকে তুলে নিয়ে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসররা। এই হত্যাকাণ্ডের তালিকায় ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক, চিকিৎসক, শিল্পী এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ। দেশ স্বাধীন হওয়ার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত ও বিকৃত মরদেহ রায়েরবাজার এবং মিরপুর বধ্যভূমিতে পাওয়া যায়। অনেকের মরদেহ শনাক্তও করা যায়নি।

সর্বশেষ শিরোনাম

বছরে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা পাবেন বীর মুক্তিযোদ্ধারা Mon, Jun 05 2023

একে একে সব বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি: প্রধানমন্ত্রী Wed, May 31 2023

মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আহ্বান Sun, May 28 2023

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক Mon, May 15 2023

মুক্তিযোদ্ধা বিচারপতিদের অবসরের সময়সীমা বাড়াবার আবেদন Thu, May 11 2023

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন Tue, Apr 25 2023

মুক্তিযুদ্ধের ঘটনাবলী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান Tue, Apr 18 2023

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণার ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে সমঝোতা স্মারক স্বাক্ষর Sun, Apr 16 2023

বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই Wed, Apr 12 2023

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শাস্তিবিধানে সংসদে আইন পাসের দাবি Mon, Apr 10 2023