Muktijudho

অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার তাগিদ
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৩ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্পের নির্মাণ কাজ মানসম্পন্ন করতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেয়া হয়েছে।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে সংসদ ভবনে সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কাকরাইল ও মগবাজারস্থ নিজস্ব জমিতে স্থাপনা নির্মাণ সংক্রান্ত ইওআই প্রদানের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আল বদর, আল শামস, মুজাহিদ বাহিনী, পিস কমিটি ও পাকিস্তান সরকার র্কর্তৃক উপ-নির্বাচনের মাধ্যমে নির্বাচিত অথবা মনোনীত এমএনএ এবং এমপিএদের প্রাপ্ত তালিকা নিয়ে ১০নং সাব-কমিটি কিভাবে অগ্রসর হবে, তার দিক নির্দেশনা এবং ৩২তম সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভা গুলিস্তান শপিং কমপ্লেক্সের ঊর্ধমুখী সংস্কারসহ আনুষঙ্গিক কাজের অগ্রগতির ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তী সভায় উপস্থাপনের সুপারিশ করে।
এছাড়া, চট্টগ্রামের আলমাস সিনেমা হলের উন্নয়নে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সন্নিবেশ করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠাতে কমিটি সুপারিশ করা হয়।