Muktijudho

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির রাষ্ট্রপতি আবদুল হামিদ
ছবি: পিআইডি

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান রাষ্ট্রপতির

Bangladesh Live News | @banglalivenews | 09 Feb 2023, 02:41 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৩ : মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রবীণ রাজনীতিবিদদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ।

কল্যাণে বেশি আন্তরিকতা ও দরদ দিয়ে নিজ নিজ এলাকায় উন্নয়ন কাজ অব্যাহত  রাখার জন্য সংসদ সদস্য ও রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান। তিনি বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ এবং বিভিন্ন অনুষ্ঠানে প্রদত্ত তার ভাষণসমূহের সংকলন "স্বপ্ন জয়ের ইচ্ছা" শীর্ষক বইদ্বয়ের প্রকাশনা উৎসবে এ আহবান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতি হামিদ তার রাজনৈতিক জীবনের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরাসহ আত্মজীবনীমূলক গ্রন্থ লেখার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুই তার রাজনৈতিক গুরু, তার কাছেই রাজনীতিতে হাতেখড়ি। তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে যারা বঙ্গবন্ধু সান্নিধ্যে পেয়েছেন, তাদের সকলেরই আত্মজীবনী লেখা প্রয়োজন। রাষ্ট্রপতি বলেন, ৫২'র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬'র ছয় দফা, ৬৯'র গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধসহ সবকিছুতেই শক্তি যুগিয়েছে-  বঙ্গবন্ধুর আদর্শ ও অনুপ্রেরণা।

প্রধান অতিথির ভাষণে  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।

ছবি: পিআইডিছবি: পিআইডি

অনুষ্ঠানে রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, গ্রন্থটির মূল আলোচক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্ট রাজনীতিবিদ তোফায়েল আহমেদ এবং বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

রাষ্ট্রপতির সহধর্মিনী রাশিদা খানম "আমার জীবননীতি আমার রাজনীতি" বই এর প্রকাশনা সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, "বইটির অনেক ঘটনারই সাক্ষী আমি.. বিশেষ করে, কলেজ জীবন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধের সেই দিনগুলোর স্মৃতি আজও আমাকে নাড়া দেয়"। রাশিদা খানম প্রকাশনা উৎসবের উদ্যোক্তা, বই দুটির লেখক ও রাষ্ট্রপতি আব্দুল হামিদকেও ধন্যবাদ জানান।

তিনি বলেন, এতদিন তার পরিচয় ছিল রাজনীতিবিদ, আইনবিদ, সংসদ সদস্য, ডেপুটি স্পিকার, স্পিকার, বিরোধীদলীয় উপনেতা ও সর্বশেষ রাষ্ট্রপতি হিসেবে। আজ আরো পরিচিতি যুক্ত হল লেখক হিসাবে।

স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী  রাষ্ট্রপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, সিনিয়রদের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের কথা নতুন প্রজন্মকে জানানোর প্রয়াস থেকেই রাষ্ট্রপতির ইচ্ছের প্রতিফলন- এই পুস্তক রচনা।

স্পিকার বলেন, 'ভাটির শারদুল' হিসেবে পরিচিত হামিদ কখনো সাধারণ মানুষের কাছ থেকে বিচ্যুত হননি। সবসময় তিনি  এলাকাকে প্রাধান্য দিয়েছেন।

সর্বশেষ শিরোনাম

বছরে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা পাবেন বীর মুক্তিযোদ্ধারা Mon, Jun 05 2023

একে একে সব বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি: প্রধানমন্ত্রী Wed, May 31 2023

মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আহ্বান Sun, May 28 2023

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক Mon, May 15 2023

মুক্তিযোদ্ধা বিচারপতিদের অবসরের সময়সীমা বাড়াবার আবেদন Thu, May 11 2023

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন Tue, Apr 25 2023

মুক্তিযুদ্ধের ঘটনাবলী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান Tue, Apr 18 2023

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণার ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে সমঝোতা স্মারক স্বাক্ষর Sun, Apr 16 2023

বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই Wed, Apr 12 2023

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শাস্তিবিধানে সংসদে আইন পাসের দাবি Mon, Apr 10 2023