Muktijudho

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী মুক্তিযুদ্ধ
ফাইল ছবি

২০২৪ সালের মার্চে রাজাকারের তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশ লাইভ নিউজ | @banglalivenews | 19 Feb 2023, 06:38 pm

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ : সারাদেশে রাজাকারের তালিকা ২০২৪ সালের মার্চ মাসে প্রকাশের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নীতিমালা তৈরি হয়েছে। কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে প্রকাশ সম্ভব হবে না। তবে পরের বছর মার্চে তালিকা প্রকাশ সম্ভব হবে।

বিএনপির চলমান পদযাত্রা নিয়ে মোজাম্মেল হক বলেন, পদযাত্রায় সরকার পতন করা যায় এমন কোনো নজির নেই। দুপুরে মন্ত্রী বাগমারায় পৌঁছে বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন। কমপ্লেক্সের উদ্বোধন শেষে বাগমারা নিউ মার্কেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমানও উপস্থিত ছিলেন।

সর্বশেষ শিরোনাম

একে একে সব বীর মুক্তিযোদ্ধাদের হারিয়ে ফেলছি: প্রধানমন্ত্রী Wed, May 31 2023

মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের আহ্বান Sun, May 28 2023

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা চিত্রনায়ক ফারুক Mon, May 15 2023

মুক্তিযোদ্ধা বিচারপতিদের অবসরের সময়সীমা বাড়াবার আবেদন Thu, May 11 2023

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য মারা গেছেন Tue, Apr 25 2023

মুক্তিযুদ্ধের ঘটনাবলী নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান Tue, Apr 18 2023

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণার ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণে সমঝোতা স্মারক স্বাক্ষর Sun, Apr 16 2023

বীর মুক্তিযোদ্ধা গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী আর নেই Wed, Apr 12 2023

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের শাস্তিবিধানে সংসদে আইন পাসের দাবি Mon, Apr 10 2023

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী Sat, Apr 08 2023