Muktijudho

বইমেলায় বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ নিয়ে রেকর্ডসংখ্যক বই একুশে বইমেলা
ছবি: সংগৃহিত বইমেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন

বইমেলায় বঙ্গবন্ধু-মুক্তিযুদ্ধ নিয়ে রেকর্ডসংখ্যক বই

Bangladesh Live News | @banglalivenews | 08 Mar 2022, 07:02 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৮ মার্চ ২০২২: অমর একুশে বইমেলা হয়ে উঠেছে বাংলাদেশের ঐতিহ্য ও প্রাণের মেলা। সময়ের পরিক্রমায় মেলা যেমন হয়ে উঠেছে লেখক পাঠক, প্রকাশকসহ দর্শনার্থীদের মিলনমেলা, তেমনি মেলার পরিসরও বেড়েছে বহুগুণ।

১৯৮৪ সালে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া বইমেলা প্রসারিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে। দুই বছর ধরে বইমেলায় বইও এসেছে আগের তুলনায় বেশি। তবে দেখা যাচ্ছে সব ধরনের বই কেনার প্রতি আগ্রহ কমেছে পাঠকদের। সেই সঙ্গে প্রকাশকদের ব্যবসায়িক চিন্তার ফলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা বইয়ের সংখ্যা যে হারে বাড়ছে, সে হারে বাড়ছে না মানসম্মত বই।

বাংলা একাডেমির জনসংযোগ দপ্তর থেকে পাওয়া তথ্য বলছে, ২০২০ সালে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই বের হয় সবচেয়ে বেশি। সে বছর শুধু বঙ্গবন্ধুকে নিয়ে বের হয় ১৪৪টি বই। মুক্তিযুদ্ধের ওপর ১৫২টি। ২০২১ সালে করোনা মহামারির মধ্যে বইমেলায় বঙ্গবন্ধুকে নিয়ে ৫১টি আর মুক্তিযুদ্ধের বই বেরিয়েছিল ৮৪টি। ২০২২ সালে এ পর্যন্ত (৭ মার্চ) বঙ্গবন্ধুকে নিয়ে ৬৪টি, মুক্তিযুদ্ধ নিয়ে ৭৫টি বই এসেছে। তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত বইমেলায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বই এসেছে মোট ১ হাজার ১৪৩টি।

এর মাঝে ২০১৯ সালে বই এসেছে ১১০টি, ২০১৮ সালে ৯১টি, ২০১৭ সালে ৯৭টি, ২০১৬ সালে ১০১টি, ২০১৫ সালে ৫৩টি, ২০১৪ সালে ৫৭টি, ২০১৩ সালে ৬৪টি।

সময়ের সঙ্গে সঙ্গে বই প্রকাশের সংখ্যা বেড়েছে। বিশেষ করে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সেই সংখ্যা বেড়েছে কয়েকগুণ।

২০২০ সাল থেকে দেশে করোনা মহামারি শুরু হওয়ায় বের হওয়া বই পাঠকের কাছে ঠিকমতো পৌঁছাতে পারেননি প্রকাশকরা। এবারের বইমেলা করোনার কারণে দেরিতে শুরু হলেও পরিস্থিতি অনুকূলে থাকায় ১৭ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এতে পাঠক ও দর্শনার্থীদের আগমন ঘটে কয়েক বছরের তুলনায় অনেক বেশি। ফলে বইগুলো পাঠকের কাছে পৌঁছানোর একটি সুযোগ তৈরি হয়।

সর্বশেষ শিরোনাম

রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখ্যান বীর মুক্তিযোদ্ধার Tue, Mar 05 2024

সুগন্ধা বিচের নাম ‘বঙ্গবন্ধু বিচ’ করার নির্দেশনা বাতিল করল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Tue, Feb 27 2024

মেডিকেল ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের নির্দেশ Fri, Feb 02 2024

সেবা নিতে আসা বীর মুক্তিযোদ্ধাদের হয়রানি করা যাবে না Fri, Dec 29 2023

মহান বিজয় দিবস আজ Sat, Dec 16 2023

মহান বিজয় দিবস : জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Sat, Dec 16 2023

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023

২১ বছর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লুকিয়ে রাখতে হয়েছিল : গোলাম দস্তগীর Sat, Aug 26 2023