Muktijudho

বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সংরক্ষণ করা হচ্ছে বীরত্বগাঁথা
সংগৃহিত একাত্তরের মুক্তিযোদ্ধা

বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা সংরক্ষণ করা হচ্ছে

Bangladesh Live News | @banglalivenews | 21 Jan 2023, 11:02 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২১ জানুয়ারি ২০২৩: জীবিত সকল বীর মুক্তিযোদ্ধার বীরত্বগাঁথা সংরক্ষণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ কর্মসূচি বাস্তবায়নে ‘বীরের কন্ঠে বীরগাঁথা’ প্রকল্পের  কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব:) আব্দুর রউফ, বীর বিক্রম রচিত ‘স্বাধীনতা ’৭১- মুক্তিযুদ্ধে জনযোদ্ধা’ গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান।

বীর মুক্তিযোদ্ধা লেঃ কর্নেল (অব:) হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, সাবেক পররাষ্ট্র সচিব বীর মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী বীর বিক্রম, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-উর-রশীদ বীরপ্রতীক, লে. জেনারেল (অব.) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা লে: কর্নেল ( অব:) আব্দুর রউফ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক প্রমুখ বক্তব্য রাখেন।

মোজাম্মেল হক আরো বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম যত জানবে তত বেশি তারা দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা তাদের জানাতে হবে। এজন্য গবেষক ও বীর মুক্তিযোদ্ধাদের আরো বেশি করে মুক্তিযুদ্ধ বিষয়ক  গ্রন্থ লেখার আহবান জানান তিনি।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ হঠাৎ ঘটে যাওয়া কোন ঘটনা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ত্যাগের ফসল হচ্ছে স্বাধীন বাংলাদেশ।

স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। এসময় মন্ত্রী পাকিস্তান আমলে বাঙালিদের প্রতি বিভিন্ন বৈষম্যের চিত্র তুলে ধরেন।

সর্বশেষ শিরোনাম

মহান বিজয়ের মাস শুরু Fri, Dec 01 2023

মুক্তিযুদ্ধের ইতিহাস লেখক সাংবাদিক গীতা মেহতা আর নেই Mon, Sep 18 2023

সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান আর নেই Mon, Aug 28 2023

২১ বছর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট লুকিয়ে রাখতে হয়েছিল : গোলাম দস্তগীর Sat, Aug 26 2023

দীর্ঘ ৩১ বছর বাঙ্গালি জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি Fri, Aug 18 2023

মুক্তিযোদ্ধা মতিন হত্যা : ৬ জনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Fri, Aug 04 2023

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক আশফাকুর রহমান খান আর নেই Sat, Jul 15 2023

শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ আর নেই Fri, Jul 14 2023

আজ কাটাখালী যুদ্ধ দিবস Thu, Jul 06 2023

ঈদুল আজহা উপলক্ষে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর Thu, Jun 29 2023