South Asia

পাঞ্জাবের দুই বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ বঙ্গবন্ধু কর্নার
ছবি: সংগৃহিত বাংলাদেশ হাইকমিশন ও চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়

পাঞ্জাবের দুই বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’

Bangladesh Live News | @banglalivenews | 01 Apr 2022, 05:53 pm

নয়াদিল্লি, ১ এপ্রিল ২০২২: নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় ভারতের পাঞ্জাব রাজ্যের দুটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দুটি হলো চণ্ডীগড় ও লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয় দুটিতে বাংলাদেশের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামের ওপর ডিজিটাল সুবিধা, বই ও নথিপত্রে সজ্জিত ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি ও বুধবার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে পৃথক অনুষ্ঠানে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন হাইকমিশনার মুহাম্মদ ইমরান। এছাড়া শিক্ষা বিনিময়ে সহযোগিতার জন্য হাইকমিশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে পৃথক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বছর উপলক্ষে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এই উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটির চ্যান্সেলর অশোক মিত্তাল বলেন, বঙ্গবন্ধু কর্নার সব শিক্ষার্থীকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ দেবে।

হাইকমিশনার ইমরান বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক এবং এই বঙ্গবন্ধু কর্নারের বইগুলো শিক্ষার্থীদের পাশাপাশি গবেষকদের জন্য দরকারি রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। তিনি আরও বলেন, এই কর্নারটি ছাত্র, গবেষক ও শিক্ষকদের বঙ্গবন্ধুর দৃষ্টিভঙ্গি বুঝতে এবং বাংলাদেশকে বুঝতে সক্ষম করবে।

এদিকে বুধবার হাইকমিশনার মুহাম্মদ ইমরান চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে একটি অনাড়ম্বর অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-চ্যান্সেলর প্রফেসর ড. আর এস বাওয়া। তিনি আশা প্রকাশ করেন যে, ‘বঙ্গবন্ধু কর্নার’ ভবিষ্যতে ভারত-বাংলাদেশের মধ্যে তুলনামূলক অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি ‘বঙ্গবন্ধু কেন্দ্র’ প্রতিষ্ঠার পথ প্রশস্ত করবে।

এর আগে হাইকমিশনারকে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়গুলোতে ‘বঙ্গবন্ধু কেন্দ্র’ স্থাপনের অনুষ্ঠানের পর বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023