South Asia

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ এশিয়ার ৫ দেশ পদ্মা সেতু
ফাইল ছবি পদ্মা সেতু এবং শেখ হাসিনা, ইনসেটে ৫ দেশের নেতৃবৃন্দ

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে দক্ষিণ এশিয়ার ৫ দেশ

Bangladesh Live News | @banglalivenews | 27 Jun 2022, 04:48 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৭ জুন ২০২২: পদ্মা বহুমুখী সেতু নির্মাণ সফলভাবে সমাপ্ত করে উদ্বোধনের জন্য দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ জুন সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে নির্মিত বহুল প্রত্যাশিত পদ্মা সেতুর উদ্বোধন করার পর দক্ষিণ এশীয় দেশ পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান অন্যদের সাথে তাদের উষ্ণ অভিনন্দন জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ শেখ হাসিনাকে লেখা এক বার্তায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তিতে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে তার এবং তার দেশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান।

সেতুর উদ্বোধন ভ্রাতৃপ্রতীম বাংলাদেশের উন্নয়ন যাত্রায় একটি গুরুত্বপূর্ণ যুগান্তকারী মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, ‘এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধির পর্যায়ে নিয়ে যাওয়ার দৃঢ় সংকল্পেরও প্রমাণ।’

অপর একটি চিঠিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহাম্মদ সোলিহ তার ও মালদ্বীপের জনগণের পক্ষ থেকে পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, পদ্মা সেতু নি:সন্দেহে ঢাকা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং এর বাইরে সংযোগ বিস্তৃত করে বাংলাদেশের জনগণের জন্য অনেক অর্থনৈতিক ও সামাজিক সুবিধা বয়ে আনবে।

এছাড়া শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসেও ২৫ জুন বাংলাদেশ ও এর জনগণের জন্য একটি যুগান্তকারী অবকাঠামো প্রকল্প সম্পন্ন করে পদ্মা বহুমুখী সেতুর সফল উদ্বোধনের জন্য তার শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি অভিমত ব্যক্ত করেন যে, এই অর্জন ইতিবাচকভাবে বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্প অগ্রগতি বৃদ্ধির মাধ্যমে সংযোগ ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করবে।

এদিকে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা পদ্মা সেতু প্রকল্পের কাজ শেষ হওয়ায় শেখ হাসিনা, সরকার ও বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন যা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোকে সড়ক ও রেলপথের মাধ্যমে বাংলাদেশের রাজধানী এবং অন্যান্য এলাকার সাথে সংযুক্ত করেছে তা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নতুন সুযোগ উন্মোচন করবে এবং এই অঞ্চলে যোগাযোগ বাড়াবে।

ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং বাংলাদেশের নির্মাণ ইতিহাসে একটি উল্লেখযোগ্য কীর্তি পদ্মা বহুমুখী সেতু সফলভাবে সম্পন্ন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আমরা এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য আপনার অঙ্গীকার দ্বারা অনুগ্রাণিত হয়েছি। এ আইকনিক কাঠামোটি প্রত্যাশানুসারে আপনার দেশের এবং এর বাইরেও অর্থনৈতিক কর্মকান্ড বেগবান করতে অনেক দূর এগিয়ে যাবে’।

সর্বশেষ শিরোনাম

বাড়ছে মায়ানমার-রাশিয়া সম্পর্ক, চড়ছে ঢাকা-নেপিডো উত্তেজনার পারদ Tue, Oct 04 2022

সীমান্তের ঘটনায় আরাকান আর্মি-আরসার ওপর দায় চাপালো মিয়ানমার Tue, Sep 20 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ শাহবাজ শরীফের Tue, Sep 20 2022

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত Wed, Sep 14 2022

পাকিস্তান বাংলাদেশ থেকে বন্যার অনুদান এড়িয়ে যাচ্ছে Mon, Sep 12 2022

বঙ্গবন্ধু আমাদের আইকনিক বীর: জয়শঙ্কর Thu, Sep 08 2022

প্রধানমন্ত্রীর সঙ্গে নোবেলজয়ী কৈলাশ সত্যার্থীর সাক্ষাৎ Thu, Sep 08 2022

প্রধানমন্ত্রীর সঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাক্ষাৎ Wed, Sep 07 2022

মহাত্মা গান্ধীর সমাধিতে শেখ হাসিনার শ্রদ্ধা Tue, Sep 06 2022

রাখাইন পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত Tue, Sep 06 2022