South Asia

পশ্চিমবঙ্গের ফারাক্কায় বাংলাদেশি প্রতিনিধি দল ফারাক্কা বাঁধ
ছবি: সংগৃহিত

পশ্চিমবঙ্গের ফারাক্কায় বাংলাদেশি প্রতিনিধি দল

Bangladesh Live News | @banglalivenews | 03 Mar 2023, 03:12 pm

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ৩ মার্চ ২০২৩ : পানিবণ্টন চুক্তি অনুযায়ী ফারাক্কা বাঁধ থেকে বাংলাদেশে গঙ্গা নদীর সঠিক পরিমাণ যাচ্ছে কি না, খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে গেছেন পাঁচ সদস্যের বাংলাদেশি প্রতিনিধি দল। বুধবার দলটি মুর্শিদাবাদ জেলার ফারাক্কা বাঁধ (ব্যারেজ) পরিদর্শন করেন।

পরে ফারাক্কা বাঁধ ও পানি সরবরাহের সঙ্গে যুক্ত ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে উভয় দেশের প্রতিনিধি দল ফারাক্কার ডাউন স্ট্রিম বোটে করে বাঁধ পরিদর্শন করেন।

ভারতীয় প্রতিনিধি দলে ছিলেন ফারাক্কা বাঁধ প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে ও  বাঁধ প্রকল্পের কর্মকর্তা অজিত কুমার। অন্যদিকে বাংলাদেশি প্রতিনিধি দলে ছিলেন মো. আবুল হোসেন, অতুল জৈন, মোহাম্মদ মাহমুদুর রহমান, মো. মাহমুদুল হক ও মো. রায়দুর রহমান।

বাঁধ পরিদর্শন শেষে প্রকল্পের জেনারেল ম্যানেজার আর ডি দেশপান্ডে দাবি করেন, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সঠিক পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে। যতটা পানি বাংলাদেশে যাওয়ার কথা, ঠিক সে পরিমাণ পানিই যাচ্ছে। কলকাতা ও ফারাক্কায় অনুষ্ঠিত ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের ৮০তম বৈঠক এটি। ২৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ- পাঁচদিনের বৈঠকের অন্যতম বিষয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশকে সঠিক পরিমাণ পানি দেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখা।

বৈঠকের বাকি দিনগুলোতে দুই দেশের মধ্যে প্রবাহমান অভিন্ন নদীগুলোর পানিবণ্টনসহ সংশ্লিষ্ট একাধিক বিষয়ে আলোচনা করবে উভয় পক্ষ।

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে এ পানিবণ্টন চুক্তি সই হয়। দিল্লির হায়দরাবাদ হাউসে সই হওয়া এ চুক্তি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানির সরবরাহে নিশ্চিত করা।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023