South Asia

দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নজিরবিহীন প্রস্তাব পেশ আব্দুল মোমেন
ফাইল ছবি/সংগৃহিত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর নজিরবিহীন প্রস্তাব পেশ

Bangladesh Live News | @banglalivenews | 03 Mar 2023, 11:51 am

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ৩ মার্চ ২০২৩ : ভারত সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বুধবার দিল্লিতে তার সফরের প্রথম দিনেই আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য কিছু নির্দিষ্ট প্রস্তাব পেশ করেছেন। যা নিয়ে কূটনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

ভারতের সাবেক কূটনীতিকদের অনেকেই মনে করছেন, সাম্প্রতিককালে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে এমন বার্তা দেওয়ার নজির খুব কমই আছে। তাদের কেউ কেউ এমনও মনে করছেন, বাংলাদেশ আসলে দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যকার কিছু কিছু ‘অপ্রিয় সত্যে’র প্রতিই দিক নির্দেশ করেছে।

দিল্লির শীর্ষস্থানীয় স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে (ভিআইএফ) বুধবার সন্ধ্যায় যেসব প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার মধ্যে রয়েছে-

ক) দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ পৃথিবীর অন্য যেকোনও অঞ্চলের চেয়ে কম। এই বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য বাধা বা ব্যারিয়ারগুলো দূর করতে হবে। ‘একটা দেশ হঠাৎ করে খেয়াল-খুশি মতো আরেকটা দেশের ওপর ট্যারিফ বা নন-ট্যারিফ ব্যারিয়ার বসিয়ে দিয়ে বাণিজ্যিক সম্ভাবনাকে ব্যাহত করলো, এভাবে তো চলতে পারে না। বরং এক দেশ যাতে অন্য দেশে বিনিয়োগ করতে পারে, তার জন্য সব পারস্পরিক বিধিনিষেধ দূর করতে হবে’, বলেছেন তিনি।

খ) ‘আমাদের এই অঞ্চলের ভূগোলই আসলে এই নিয়তি নির্দিষ্ট করে দিয়েছে যে প্রাকৃতিক সম্পদকে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ভাগাভাগি করে নিতে হবে–যার মধ্যে নদীর জলও আছে। এখানে একটি দেশ কিছুতেই অন্য একটি দেশকে তার ন্যায্য হিসসা থেকে বঞ্চিত করতে পারে না’, আরেকটি প্রস্তাবে বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

গ) কোনও দেশ যাতে তাদের অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে অন্য দেশের মানুষকে চটিয়ে না ফেলে, সে দিকেও যত্নবান হওয়ার কথা বলেছেন এ কে আবদুল মোমেন। তার কথায়, ‘আমাদের খেয়াল রাখতে হবে যাতে কোনও দেশ তাদের ঘরোয়া রাজনীতির ইস্যুগুলোকে দিয়ে অন্য দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ভাবাবেগকে না আহত করে ফেলে!’

এই প্রস্তাবগুলো তুলে ধরতে গিয়ে তিনি কোনও দেশের নাম করেননি ঠিকই কিন্তু এর মাধ্যমে তিনি যে মূলত ভারতকেই বার্তা দিতে চেয়েছেন, তা নিয়ে পর্যবেক্ষকদের কোনও সংশয় নেই। কারণ এটাও খুব ভালো করে জানা যে গত কয়েক বছরের ভারত-বাংলাদেশ সম্পর্কের সোনালি অধ্যায়ের যুগেও এই অস্বস্তিকর ঘটনাগুলো ঘটেছে।

মাস দুয়েক আগেই ভারত বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ওপর আরও পাঁচ বছর মেয়াদের জন্য অত্যন্ত চড়া হারে অ্যান্টি-ডাম্পিং ডিউটি বসিয়েছে। গত কয়েক বছরে একাধিকবার বাংলাদেশে পেঁয়াজ বা গমের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের রফতানি হুট করে বন্ধ করে দেওয়া হয়েছে, ভারত সেখানে কোনও আগাম নোটিশ দেওয়ারও ধার ধারেনি।

সর্বশেষ শিরোনাম

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অন্তত ২৬১ জনের মৃত্যু Sat, Jun 03 2023

কঙ্গো জ্বরে উত্তর আফগানিস্তানে এক চিকিৎসকের মৃত্যু Fri, Jun 02 2023

অল্পের জন্য পরিবারসহ বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার Fri, May 26 2023

ভারতের গুজরাটে আল-কায়েদার সাথে জড়িত সন্দেহে ৪ বাংলাদেশী নাগরিক গ্রেফতার Wed, May 24 2023

পাকিস্তানে দুই উপজাতির সংঘর্ষে আহত ১৪ Tue, May 16 2023

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের পরলোক গমন Tue, May 09 2023

প্রত্যাবাসন পরিবেশ পর্যবেক্ষণে মিয়ানমার গেলো রোহিঙ্গা প্রতিনিধিদল Fri, May 05 2023

নতুন প্রজন্ম বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী Fri, Apr 28 2023

বাংলাদেশ-ভারত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে সেনাপ্রধানদের আলোচনা Fri, Apr 28 2023

বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক: ভারতীয় হাইকমিশনার Mon, Apr 17 2023