South Asia

বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব সংস্কৃতির মেলবন্ধনে আবদ্ধ: ডা. রাজীব
নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৮ নভেম্বর ২০২২: সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধনে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আবদ্ধ বলে উল্লেখ করেছেন ঢাকায় ভারতের সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক একটি সোনালী অধ্যায় অতিক্রম করছে। দুদেশই মনে করে নিজেদের মধ্যে অর্থনৈতিক সম্প্রসারণ ও বাণিজ্যিক অংশগ্রহণ বাড়ানো দরকার।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের আয়োজনে দেশটির কারিগরি এবং অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) ডে-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও অভ্যর্থনা অনুষ্ঠনে তিনি এসব কথা বলেন।
ডা. রাজীব রঞ্জন বলেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দাঁড়িয়ে আছে সভ্যতা, ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধনে। যা দুই দেশের মানুষের সম্পর্কের শক্তিশালী গাঁথুনি। আমরা বন্ধুত্বের এই সম্পর্কে কাঁধে কাঁধ রেখে এগুতে চাই।
সহকারী হাইকমিশনার বলেন, ভারত প্রতি বছরই নানা পেশার মানুষের দক্ষতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় করে। তারই আলোকে ভারতের স্বনামধন্য ইন্সটিটিউটে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। বিভিন্ন পেশার মানুষ অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আরও দক্ষ হয়ে ওঠে। বাংলাদেশ থেকে সাড়ে ৪ হাজার কর্তাব্যক্তি আইটেক প্রোগ্রামের মধ্য দিয়ে নিজেদের পেশাগত মান উন্নয়নে উপকৃত হয়েছে।
তিনি বলেন, এ প্রোগ্রামটি সম্পূর্ণ ভারত সরকারের অর্থায়নে পরিচালিত হয়ে থাকে। যেখানে বাংলাদেশসহ ১৬০ টি দেশের পেশাজীবিরা অংশগ্রহণ করে। শিক্ষা সংস্কৃতিসহ সব পেশার উন্নয়নে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে ভারত সহযোগিতা করছে, আগামীতেও করবে।
অনুষ্ঠানে চট্টগ্রামে সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি উদত ঝাসহ সাবেক আইটেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নৃত্য ও দুই গুণীশিল্পীর গান পরিবেশিত হয়। ১৯৬৪ সালে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা কৌশল কাঠামোর আওতায় ভারতের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির অংশ হিসেবে আইটেক কর্মসূচি প্রচলিত হয়। যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ভারতের উন্নয়ন অভিজ্ঞতা ও উপযুক্ত প্রযুক্তিগত সুবিধা দেওয়া হয়। প্রতি বছর হিসাব, নিরীক্ষা, ব্যবস্থাপনা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, গ্রামীণ উন্নয়ন, সংসদীয় বিষয়াবলির মত বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কোর্সের জন্য ১৬১টি সহযোগী দেশে ১০ হাজারের বেশি প্রশিক্ষণ পর্বের আয়োজন করা হয়। আইটেক সহযোগিতায় বাংলাদেশ প্রধানতম এবং গুরুত্বপূর্ণ অংশীদার।