South Asia

বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক: ভারতীয় হাইকমিশনার বাংলাদেশ-ভারত
সংগৃহিত মতবিনিময়সবায় বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত সম্পর্ক ঐতিহাসিক: ভারতীয় হাইকমিশনার

Bangladesh Live News | @banglalivenews | 17 Apr 2023, 09:56 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৭ এপ্রিল ২০২৩: বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক ঐতিহাসিক। মহান স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই এই সম্পর্ক চলমান রয়েছে। এই দুই দেশের সম্পর্ক আত্মত্যাগের সম্পর্ক। বর্তমান সময়ের মতো এমন অটুট সম্পর্ক বজায় থাকলে দুই দেশই বিভিন্ন খাতে আরও এগিয়ে যাবে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় ভারতীয় হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বর্তমানে ৩৬টি বন্দর চালু রয়েছে। এছাড়া আরও ৪টি বন্দর চালুর অপেক্ষায় রয়েছে। ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহদীপুর-সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে। তবে এসব উন্নয়নকাজ করোনা মহামারির জন্য ক্ষতিগ্রস্ত হয়। করোনা পরিস্থিতির উন্নতির পর থেকে এসব উন্নয়নকাজ আবারও শুরু হয়েছে।

প্রণয় ভার্মা বলেন, স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়নকাজে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার বাস্তবায়ন শুরু হয়েছে। সড়ক পথ ছাড়াও বিকল্প বিভিন্ন যোগাযোগ মাধ্যমের উন্নয়ন করা হচ্ছে। রেলপথে দুই দেশের যোগাযোগ বাড়াতে কাজ করা হবে। যা দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে দুই দেশের ব্যবসায়িক সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, দুই দেশের নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য গতকাল কুষ্টিয়ায় একটি ভিসা সেন্টার চালু করা হয়েছে। দেশের মানুষের সুবিধা বিবেচনায় নিয়ে বর্তমানে ১৬টি ভিসা সেন্টারের মাধ্যমে ভারতীয় ভিসা প্রদান করা হচ্ছে। এসব ভিসা সেন্টারে বিভিন্ন সুযোগ সুবিধা আরও বাড়ানো হয়েছে। এমনকি বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম সহজ করা হচ্ছে। এর পাশাপাশি দুই দেশের মধ্যকার যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।

ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের উন্নয়ন পরিকল্পনা উভয় দেশের সঙ্গে যুক্ত। দুই দেশের মধ্যকার সম্পর্কের উন্নয়নে আমরা যা প্রত্যাশা করি, সে অনুযায়ী এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতা বজায় রাখতে দুই দেশের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বাংলাদেশ ও ভারতের ক্রমবর্ধমান উন্নয়ন যাতে আরও অগ্রসর হয়, সেই লক্ষ্যে কাজ করছে দুই দেশের সরকার।

সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ করেন এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে মতবিনিময় করে ফিরে আসেন।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023