South Asia

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনেক পরিপক্ব: দোরাইস্বামী ঢাকা-দিল্লি সম্পর্ক
সংগৃহিত সম্পাদক পরিষদের সঙ্গে মতবিনিময় করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী

বাংলাদেশ-ভারত সম্পর্ক এখন অনেক পরিপক্ব: দোরাইস্বামী

Bangladesh Live News | @banglalivenews | 30 Aug 2022, 10:35 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৩০ আগস্ট ২০২২: বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন ‘অনেক পরিপক্ব’ বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন, আগামী সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে।

সোমবার (২৯ আগস্ট) ঢাকার একটি হোটেলে সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’র সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বিদায়ী এ হাইকমিশনার বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক এবং উপ-আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

তিনি সীমান্ত সমস্যা, সামুদ্রিক বিরোধসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ের সমাধানের কথা তুলে ধরে বলেন, ২০ বছর আগের তুলনায় বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক এখন অনেক পরিপক্ব। দ্বিপাক্ষিক বাণিজ্যের উন্নয়নে লজিস্টিক ব্যবস্থা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন ভারতীয় হাইকমিশনার।

তিনি আমদানি-রপ্তানি পণ্য পরিবহনের ক্ষেত্রে নৌ ও রেলপথের মতো সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগের নতুন নতুন রুট গড়ে তোলার পরামর্শ দেন।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য ও পরিবহন যোগাযোগের উন্নতি হলে কেবল বাংলাদেশ-ভারত নয়, এই অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর চিত্রপটও বদলে দেবে।

তিনি বলেন, যাত্রী ও পণ্য পরিবহনের জন্য পরিবহন সংযোগ তৈরি করতে পারলে দুই প্রতিবেশী দেশই লাভবান হবে। বাংলাদেশের ৯০ শতাংশ স্থল সীমান্ত ভারতের সঙ্গে। শুধু ভারত-বাংলাদেশই নয়, পুরো উপ-অঞ্চলই এর সুবিধা পাবে।

সম্পাদক পরিষদের সভাপতি ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনামের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সংবাদের সম্পাদক আলতামাশ কবির, নিউ এজ সম্পাদক নুরুল কবির, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023