South Asia

কলকাতায় বাংলাদেশের ইলিশ, প্রতি কেজির দাম ১৬০০-১৮০০ রুপি ইলিশ
ফাইল ছবি/উইকিমিডিয়া কমন্স/Gouriband

কলকাতায় বাংলাদেশের ইলিশ, প্রতি কেজির দাম ১৬০০-১৮০০ রুপি

Bangladesh Live News | @banglalivenews | 23 Sep 2023, 05:13 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৩ : প্রত্যেক বছর দুর্গাপূজার সময় বাংলাদেশ থেকে পদ্মার রুপালি ইলিশ যায় পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার তিন হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এরই মধ্যে প্রথম ধাপে কলকাতারে বাজারে পৌঁছেছে ৭০ টন ইলিশ।

শুক্রবার কলকাতায় পৌঁছায় প্রথম ধাপের ইলিশ। বাংলাদেশ থেকে ১২টি গাড়িতে করে ৭০ মেট্রিক টন ইলিশ আসে হাওড়ার সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার হাওড়া ফিস মার্কেটে। এদিন সকালে এ বাজার থেকেই খুচরা মাছ ব্যবসায়ীদের হাত ধরে পৌঁছে গেছে পশ্চিমবঙ্গের ভোজন রসিক বাঙালিদের কাছে।

কলকাতা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আনোয়ার মাকসুদ জানান, প্রথম দিনে বাংলাদেশ থেকে আসা ইলিশের দাম একটু বেশি থাকবে। তবে পরবর্তী সময়ে তা কমে আসবে বলে আশা করছি। তিনি আরও জানান, বড়-মাঝারি বিভিন্ন আকারের ইলিশের বিভিন্ন দাম ধরা হয়েছে। তবে নিলামে যে দাম উঠছে, তাতেই বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজারে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হয়েছে ১,০০০ থেকে ১,২০০ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১,৩২২ টাকা থেকে ১,৫৮৭ টাকা)। আর একটু বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ১,৭০০ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় ১,৯৮৩ টাকা থেকে ২,২৪৮ টাকা)। তবে একটু ছোট সাইজের পাঁচশো থেকে সাতশো গ্রামের ইলিশ ৭০০ থেকে ৮০০ রুপির মধ্যে দাম থাকবে।

এদিকে, খুচরা বাজারে এক কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১,৬০০ থেকে ১,৮০০ রুপি দরে। কোথাও আবার ১ কেজি ১০০ থেকে ১ কেজি ২০০ গ্ৰামের ইলিশ বিক্রি হচ্ছে ২,০০০ রুপি দরে। খুচরা মাছ ব্যবসায়ীরা জানান, গত বছর পূজার আগে বাংলাদেশ থেকে যে ইলিশ এসেছিল, তার দাম পাইকারি বাজারে অনেক কম ছিল। সেবার ১ কেজি ইলিশ ৮০০-৯০০ রুপিতে বিক্রি হয়েছে। কিন্তু এবার দাম অনেকটাই বেশি।

উত্তর দমদম এলাকার খুচরা মাছ ব্যবসায়ী তাতাই দাস বলেন, এ বছর বাংলাদেশি ইলিশের চাহিদা অনেক বেশি। তাই হাওড়া ফিস মার্কেট থেকে ৭০০ কেজি ইলিশ কিনেছি কেজিপ্রতি ১,৪০০ রুপিরও বেশি দাম দিয়ে। এখন বাজারে গিয়ে ঠিক করবো, কত করে বিক্রি করা যায়।

সোদপুরের খুচরা মাছ ব্যবসায়ী প্রণব তালুকদার বলেন, কলকাতার বাইরের জেলাগুলোতে বাংলাদেশের ইলিশের চাহিদা প্রচুর। শনি ও রোববার ছুটির দিন। এ দুই দিনে ইলিশের বাজার ভালো যাবে বলে ৫০ কেজি ইলিশ নিয়েছি। তবে এবার দাম একটু বেশি। প্রতি কেজি ইলিশ ১,৫০০ রুপি পড়েছে।

সর্বশেষ শিরোনাম

তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় বাংলাদেশ Sat, Nov 25 2023

পারস্পরিক কল্যাণে বাংলাদেশ-ভারত সম্পর্ক বজায় রাখতে হবে: শ্রিংলা Sat, Nov 18 2023

ভারত ও বাংলাদেশ একটি মডেল সম্পর্ক গড়ে তুলছে: ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর Fri, Nov 17 2023

বাংলাদেশ প্রশ্নে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে : পররাষ্ট্র মন্ত্রণালয় Fri, Nov 17 2023

বাংলাদেশের নির্বাচনকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে অভিহিত করেছে ভারত Sat, Nov 11 2023

বাংলাদেশে সৌরশক্তির ব্যবহার বাড়াতে কাজ করছে ভারত Thu, Oct 19 2023

ভারত কোনো বিশেষ দলকে সমর্থন করে না, সম্পর্ক দেশের সঙ্গে হয়: অরিন্দম বাগচী Tue, Oct 17 2023

নয়াদিল্লিতে কট্টরপন্থা ও চরমপন্থা প্রতিরোধে ইন্দো বাংলা সম্মেলন অনুষ্ঠিত হবে Tue, Oct 17 2023

ভারতের লোকসভার স্পিকারের সাথে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ Fri, Oct 13 2023

কলকাতায় বাংলাদেশের ইলিশ, প্রতি কেজির দাম ১৬০০-১৮০০ রুপি Sat, Sep 23 2023