South Asia

চীনাদের প্রতারণার কাজে বাধ্য করা হচ্ছে বাংলাদেশিদের লাউস
ছবি: উইকিমিডিয়া কমন্স/Pakopakopapa প্রতীকী ছবি

চীনাদের প্রতারণার কাজে বাধ্য করা হচ্ছে বাংলাদেশিদের

Bangladesh Live News | @banglalivenews | 15 Feb 2023, 09:35 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ : দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাউসের গোল্ডেন ট্রাইঅ্যাঙ্গেল বিশেষ অর্থনৈতিক জোনে প্রতারণা করার জন্য কল সেন্টার খুলেছে চীনা নাগরিকদের একটি চক্র। আর এ চক্র বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের প্রতারণা করতে বাধ্য করছে। অন্য দেশগুলো হচ্ছে শ্রীলঙ্কা, ভারত, ইথিওপিয়া, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা, মাদাগাস্কার ও রুয়ান্ডা।

শ্রীলঙ্কার একটি সংবাদমাধ্যম সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তারা ওই অর্থনেতিক জোনে কাজ করা শ্রীলঙ্কার নাগরিকদের খোঁজ-খবর নিতে গিয়ে জানতে পারেন তাদের দিয়ে কল সেন্টারের নামে প্রতারণা করানো হচ্ছে। সেই সংগে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতসহ অন্যান্য দেশের নাগরিকদেরও প্রতারণা করতে বাধ্য করা হচ্ছে ।

শ্রীলংকার ডেইলি মিরর জানিয়েছে, অর্থনৈতিক দুরাবস্থার কারণে গত বছর ৩ লাখ ১১ হাজার ২৬৯ শ্রীলঙ্কান দেশ ছাড়েন। তাদের মধ্যে কয়েকজন প্রতারিত হয়ে লাউসে যান। সেখানে গিয়ে চীনাদের প্রতারণামূলক কাজে জড়িত হতে বাধ্য হন। নাম প্রকাশ না করার শর্তে শ্রীলঙ্কার এক নাগরিক জানান, তিনি একজন উচ্চ শিক্ষিত। তার সঙ্গে আরও প্রায় ১০০ শ্রীলঙ্কান রয়েছেন। দেশে চাকরি না পাওয়ায় তারা এ কাজ করছেন। যদিও তাদের প্রথমে থাইল্যান্ডে ভালো চাকরি দেওয়ার কথা ছিল।

ওই ব্যক্তি আরও জানিয়েছেন, তাদের কাজ হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করা। তারা লক্ষ্য করেন ৩৭ বা এর বেশি বয়সী আমেরিকানদের। মার্কিনিদের ব্যবহৃত ডেটিং অ্যাপ হিঙ্গে, বো, টিন্ডার এবং পিওএফ.কমে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণা করার চেষ্টা করেন তারা।

তিনি আরও জানিয়েছেন, যাদের লাউসে নিয়ে আসা হয়েছে তাদের মূলত মিথ্যা কথা বলে অন্য কোনো দেশ থেকে নিয়ে আসা হয়েছে। এছাড়া শ্রীলঙ্কাতেই একটি চক্র কাজ করছে। যারা সাধারণ মানুষদের ভালো চাকরি দেওয়ার নাম করে থাইল্যান্ডে নিয়ে যায়। এরপর সেখান থেকে অবৈধভাবে সাগরপথে লাউসে নিয়ে আসে। সেখানে গিয়ে তারা অনেকটা অবরুদ্ধ হয়ে যান। সেখানে তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয়। এরপর দেওয়া হয় নতুন পরিচয়। এছাড়া প্রত্যেককে নতুন আটটি আইফোন এবং সিম দেওয়া হয়। সেগুলো দিয়ে বিভিন্ন ডেটিং অ্যাপ ইনস্টল করে সুন্দরী নারীদের ভুয়া ছবি দিয়ে প্রোফাইল তৈরি করে মার্কিনিদের সঙ্গে সখ্যতা গড়ে প্রতারণা করতে বলা হয়।

এছাড়া দুইজন বাংলাদশি সম্পর্কে ভয়ানক তথ্যও দিয়েছেন ওই শ্রীলঙ্কান। তিনি জানিয়েছেন, এসব প্রতারণা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এক বাংলাদেশি। এ কারণে তাকে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করা হয়েছিল। এছাড়া অপর এক বাংলাদেশি মানসিক নির্যাতন সইতে না পেরে ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু তাকে অন্যরা আটকান।

সর্বশেষ শিরোনাম

অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করল ভারত Sun, Mar 24 2024

বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি ভারতের Tue, Mar 05 2024

বেইলি রোডে আগুনের ঘটনায় শোক জানিয়ে শেখ হাসিনাকে মোদীর চিঠি Sun, Mar 03 2024

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশীদার হতে পেরে ভারত গর্বিত: দ্রৌপদী মুর্মু Wed, Feb 28 2024

চিকিৎসা পর্যটন বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করছে Sat, Feb 24 2024

মোদি ও হাসিনার মধ্যে উল্লেখযোগ্য কিছু দ্বিপাক্ষিক চুক্তি Mon, Feb 19 2024

শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন মোদী Tue, Jan 09 2024

বাংলাদেশের নির্বাচন নিয়ে যা বলল ভারত Fri, Jan 05 2024

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় ভারত Sat, Dec 30 2023

এডিবি'র দক্ষিণ এশিয়া উন্নয়ন উদ্যোগের নেতৃত্ব দেবেন টাকিও কোনিশি Thu, Dec 14 2023