South Asia

মৈত্রী এক্সপ্রেসে থাকছে না বিএসএফ মৈত্রী এক্সপ্রেস | নিরাপত্তা
সংগৃহিত মৈত্রী এক্সপ্রেস

মৈত্রী এক্সপ্রেসে থাকছে না বিএসএফ

Bangladesh Live News | @banglalivenews | 04 Mar 2023, 09:19 pm

নিজস্ব প্রতিনিধি, ঢাকা, ৪ মার্চ ২০২৩: বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী  মৈত্রী এক্সপ্রেস ভারতীয় অংশে প্রবেশ করলেই নিরাপত্তার দায়িত্ব নেয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু এই দায়িত্বে তারা আর থাকছে না।

শুক্রবার (৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে,  মৈত্রী এক্সপ্রেসে যাত্রী সুরক্ষার দায়িত্বে আসছে ভারতীয় রেল পুলিশ (জিআরপি) এবং আরপিএফ। ট্রেনটির নিরাপত্তার জন্য একটি বিশেষ বাহিনীই তৈরি করেছে জিআরপি। বাংলাদেশ-ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মারক হিসেবে স্বাধীনতার পর চালু হয়েছিল  মৈত্রী এক্সপ্রেস। তবে কয়েক বছর পরেই বন্ধ হয়ে যায় এই সেবা। এরপর প্রায় ৪৩ বছর পর ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতার মধ্যে আবার এই ট্রেন চলাচল শুরু হয়।

ট্রেনটি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বলেই এর নিরাপত্তার দায়িত্ব নেয় বিএসএফ। এমনকি  মৈত্রী এক্সপ্রেসে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত বিএসএফের ২০ জন সদস্যও থাকেন। তাদের হাতে থাকে ইনসাস বা এ কে সিরিজের আগ্নেয়াস্ত্র। কলকাতা স্টেশনে যাত্রী ও লাগেজ পরীক্ষার দায়িত্বও বিএসএফ সদস্যরা পালন করেন।

জানা গেছে, বিএসএফ নিজেই  মৈত্রী এক্সপ্রেসের নিরাপত্তার দায়িত্ব থেকে সরে যেতে চাইছে। এরই মধ্যে বিএসএফের পক্ষ থেকে বিষয়টি আরপিএফ ও জিআরপি’কে জানানো হয়েছে। কলকাতা স্টেশনটি শিয়ালদা জিআরপি’র অধীনে পড়ে। তাই তারা অন্য স্টেশন থেকে নিরাপত্তাকর্মী না এনে  মৈত্রী এক্সপ্রেসের জন্য আপাতত ১০ সদস্যের বিশেষ বাহিনী তৈরির সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এই বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।

সর্বশেষ শিরোনাম

বাংলাদেশ সফরে ভারতের সেনাবাহিনী প্রধান Mon, Jun 05 2023

ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, অন্তত ২৬১ জনের মৃত্যু Sat, Jun 03 2023

কঙ্গো জ্বরে উত্তর আফগানিস্তানে এক চিকিৎসকের মৃত্যু Fri, Jun 02 2023

অল্পের জন্য পরিবারসহ বেঁচে গেলেন পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার Fri, May 26 2023

ভারতের গুজরাটে আল-কায়েদার সাথে জড়িত সন্দেহে ৪ বাংলাদেশী নাগরিক গ্রেফতার Wed, May 24 2023

পাকিস্তানে দুই উপজাতির সংঘর্ষে আহত ১৪ Tue, May 16 2023

প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের পরলোক গমন Tue, May 09 2023

প্রত্যাবাসন পরিবেশ পর্যবেক্ষণে মিয়ানমার গেলো রোহিঙ্গা প্রতিনিধিদল Fri, May 05 2023

নতুন প্রজন্ম বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী Fri, Apr 28 2023

বাংলাদেশ-ভারত কৌশলগত অংশীদারিত্ব নিয়ে সেনাপ্রধানদের আলোচনা Fri, Apr 28 2023