South Asia

চীনে কয়লা খনি ধসে অন্তত ৬ জনের মৃত্যু, নিখোঁজ ৪৭
বেজিং, ২৪ ফেব্রুয়ারী ২০২৩ : চীনের উত্তরাঞ্চলে আন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৪৭ জন শ্রমিক।
দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শুক্রবার একটি প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত ৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে এবং আরও ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৪৭ জন।
রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সূত্রে জানা গেছে শিনজিং কোল মাইনিং কোম্পানির পরিচালনাধীন আলক্সা লিগের একটি উন্মুক্ত কয়লা খনিতে বুধবার ধসের এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন।
প্রেসিডেন্ট জিনপিং বলেছেন, “নিখোঁজদের উদ্ধারে ও আহতদের চিকিৎসায় আমাদের সম্ভাব্য সব উপায় ব্যবহার করতে হবে।”